Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরTapas Roy | বদমাইশগুলো নিজের মাটি শক্ত করার জন্য আমাদের দলে ঢুকে...

Tapas Roy | বদমাইশগুলো নিজের মাটি শক্ত করার জন্য আমাদের দলে ঢুকে পড়েছে, বিস্ফোরক তাপস রায়

Follow Us :

খরদহ: ফের বিস্ফোরক বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় (MLA Tapas Roy)। প্রকাশ্য সভায় ক্ষোভ প্রকাশ তৃণমূল নেতার (TMC Leader)। নিজের দলের একাংশের বিরুদ্ধেই এবার মুখ খুললেন তিনি। বললেন, অন্য দলের বদমাইশগুলো নিজের মাটি শক্ত করার জন্য আমাদের দলে ঢুকে পড়েছে। অন্য দল থেকে আমাদের দলে ঢুকে পড়া আমরা আটকাতে পারিনি, এটাই আমাদের ভুল। বিস্ফোরক এই মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক তাপস রায়। তাঁর এই মন্তব্যের জেরে চড়ছে রাজনৈতিক পারদ। 

খরদহ বিধানসভার অন্তর্গত তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে কর্মী সভার আয়োজন করা হয়েছিল খরদহ রবীন্দ্র ভবনে। সেখানে উপস্থিত ছিলেন তাপস রায়। স্থানীয় বিধায়ক তথা কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও ছিলেন সেখানে। মঞ্চে বক্তব্য রাখতে উঠে একাধিক ইস্যুতে দলীয় কর্মীদের সতর্ক করে দেওয়ার পাশাপাশি অতীতে দলের বেশ কিছু সিদ্ধান্তকেই প্রশ্নের মুখে দাঁড় করান বরানগরের তৃণমূল বিধায়ক।

আরও পড়ুন: Hiran Chatterjee| Tollywood Corrupted| টলিউডের ৯৯ শতাংশই দুর্নীতিগ্রস্ত’ বিস্ফোরক হিরণ 

তাপস রায় আরও বলেন, ত্রুটি কি আমাদের নেই! আমাদেরও আছে ভুল-ত্রুটি। সেগুলো সবাই শুধরে নেবেন। দম্ভ, অহংকার ছেড়ে আপনারা জনপ্রতিনিধিরা মানুষের কাছে যান। এই জন্যই আপনাদের দল ক্ষমতা দিয়েছে। 

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। রাহুলের সাংসদ পদ খারিজের প্রসঙ্গ টেনে এনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন তাপস।এছাড়াও তিনি শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলেন, কদিন আগে বিধানসভায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রিভিলেজ আনতে চেয়েছিলাম।মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকার কে বললেন ওকে ক্ষমা করে দাও।প্রিভিলেজ  আনতে হবে না।কিন্তু ওই প্রিভিলেজ যদি ঠিকমতো আনতে পারতাম বা আনতে দিতেন মুখ্যমন্ত্রী। তাহলে রাহুল গান্ধীর মতো শুভেন্দুরও বিধানসভার সদস্যপদ খারিজ হয়ে যায়। 

RELATED ARTICLES

Most Popular