Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরAmarnath: অমরনাথের মেঘ ভাঙা বৃষ্টি প্রাণ কাড়ল বারুইপুরের বর্ষার

Amarnath: অমরনাথের মেঘ ভাঙা বৃষ্টি প্রাণ কাড়ল বারুইপুরের বর্ষার

Follow Us :

বারুইপুর: শুক্রবারের মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে অমরনাথে মৃত্যু হল বাঙালি তরুণীর৷ বর্ষা মুহুরি নামে ওই নিহত পর্যটকের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে৷ শুক্রবারের মেঘ ভাঙা বৃষ্টির পরই নিখোঁজ হয়ে গিয়েছিলেন ভূগোলে স্নাতকোত্তর বর্ষা৷ পরে তাঁর মৃতদেহ খুঁজে পাওয়া যায়৷ সে রাতেই তরুণীর মৃত্যুর খবর দেওয়া হয় পরিবারকে৷ বর্ষার মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা পাড়া৷

গত ১ জুলাই বারুইপুর থেকে সাতজনের একটি দল রওনা দেয় অমরনাথ৷ ওই সাতজনের দলে বর্ষা, তাঁর মা নিবেদিতা মুহুরি, মামা সুব্রত চৌধুরী, উদয় ও উজ্জ্বল নামে এক ব্যক্তি এবং উজ্জ্বলের পরিবার ছিল৷ প্রথমে ওরা জম্মু পৌঁছয়৷ তারপর পহেলগাঁওতে দু’রাত কাটায়৷ সেখান থেকে অমরনাথের উদ্দেশে রওনা দেয়৷ পরিবারের এক সদস্য জানিয়েছেন, গতকাল উদয় জানায় বর্ষা নিখোঁজ৷ তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷ কয়েক ঘণ্টা পর আবার উদয় ফোন করে৷ তখন সে বর্ষার মৃত্যুর খবর দেয়৷ জানায়, বর্ষার মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছে৷ তাঁর মা ও মামা গুরুতর আহত৷ পরিবারের ওই সদস্যদের দাবি, দুর্ঘটনার পর উদ্ধারবাহিনীর কোনও সাহায্য পায়নি নিবেদিতা ও সুব্রত৷ শনিবার সকালে বর্ষার মাকে হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়৷ ১৬ জুলাই অমরনাথ থেকে ফেরার কথা ছিল প্রত্যেকের৷

শুক্রবার অমরনাথের নিম্ন গুহার কাছে মেঘভাঙা বৃষ্টির জেরে পুণ্যার্থীদের অন্তত ২৫টি শিবির ভেসে যায়। মৃত্যু হয় ১৬ জনের। নিখোঁজ হয়ে পড়েন বহু৷ নিখোঁজদের মধ্যে বহু বাঙালি পর্যটকও রয়েছে৷ হাওড়ার তিন জন, কলকাতার মানিকতলা, লেকটাউন, নাগের বাজার প্রভৃতি এলাকার প্রায় ১০ জন আটকে পড়েছেন অমরনাথে গিয়ে৷ উত্তরবঙ্গের ধূপগুড়িরও ৬ জন রয়েছেন ওই আটকে পড়া পুণ্যার্থীদের মধ্যে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার টুইটে জানান, বাংলার আটকে পড়া পুণ্যার্থীদের ফিরিয়ে আনার ব্যাপারে রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে৷

RELATED ARTICLES

Most Popular