skip to content

skip to content
Homeলাইফস্টাইলরাশ টানা যাচ্ছে না দৈনিক আক্রান্তের সংখ্যায়, ২৪ ঘণ্টায় বাড়ল করোনা পজিটিভিটির...

রাশ টানা যাচ্ছে না দৈনিক আক্রান্তের সংখ্যায়, ২৪ ঘণ্টায় বাড়ল করোনা পজিটিভিটির হার

Follow Us :

কলকাতা: রাজ্যে দৈনিক করোনা সংক্রমণে তেমন বদল দেখা যাচ্ছেই না বলা চলে৷ বরং, ধারাবাহিক ভাবে সংক্রমণের সংখ্যা না কমায় উদ্বেগ থাকছে৷ গত কয়েক দিন ধরে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এক হাজারের কাছাকাছি থাকছে৷ মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে৷ সব চেয়ে চিন্তার বিষয় শহর কলকাতা ও লাগোয়া জেলা উত্তর ২৪ পরগনায় প্রায় একই হারে আক্রান্তের সংখ্যা ওঠানামা করছে৷ তবে, গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভিটির হার ২.০৮ শতাংশ৷ যা স্বাস্থ্যকর্তাদের উদ্বেগ বাড়াচ্ছে৷

শনিবার রাজ্য স্বাস্থ্যদফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৯৮০ জন করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছেন। তুলনামূলক শুক্রবারের থেকে সামান্য কম। সংক্রমণের নিরিখে জেলার মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা (Kolkata)। সেখানে একদিনে ২৭২ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা৷ এই জেলায় একদিনে আক্রান্ত ১৪৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা৷ সেখানে ৮৫ জন আক্রান্ত হয়েছেন৷ আর চতুর্থ স্থানে হাওড়া রয়েছে৷ সেখানে একদিনে ৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত রাজ্যে মোট ১৫ লক্ষ ৯১ হাজার ৯৯৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন-অভিষেকের সফরের ২৪ ঘণ্টা আগে করোনা টেস্ট বাধ্যতামূলক করল ত্রিপুরা সরকার

আক্রান্তের পাশাপাশি বেড়েছে দৈনিক মৃত্যু সংখ্যাও৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ এ ক্ষেত্রে কলকাতাতে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা৷ সেখানে একদিনে ৫ জনের মৃ্ত্যু হয়েছে৷ এরপরেই রয়েছে শহর কলকাতা৷ সেখানে একদিনে ৪ জনের মৃ্ত্যু হয়েছে৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট ১৯ হাজার ১২৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৮৮০ জন করোনা জয় থেকে সুস্থ হয়ে উঠেছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৫ লক্ষ ৬৪ হাজার ৫৫৮ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

 

RELATED ARTICLES

Most Popular