Placeholder canvas

Placeholder canvas
Homeলাইফস্টাইলMirror & Vastu: অন্দরসজ্জায় আয়না ব্যবহারের আগে জেনে নিন এই নিয়ে কী...

Mirror & Vastu: অন্দরসজ্জায় আয়না ব্যবহারের আগে জেনে নিন এই নিয়ে কী বলছে বাস্তুশাস্ত্র

Follow Us :

আয়না বাড়ির সৌন্দর্য বাড়িয়ে তোলে। তাই আয়না দিয়ে বাড়ি সাজাতে ভালবাসেন অনেকেই।  তবে শুধু সৌন্দর্য বাড়ানো বা নিজের সৌন্দর্য যাচাই করে নেওয়ার কাজেই নয় বাস্তু মতে বাড়িতে বা ঘরের সঠিক জায়গায় আয়না লাগানো থাকলে সংসারের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাই বাস্তুশাস্ত্র মতে বাড়ির কোন দিকে আয়না রাখা শুভ আর কোন দিকে ভুলেও আয়না রাখা যাবে না তা জেনে নিন-

  • বাড়ির আয়না বাস্তুশাস্ত্র হিসেবে কতটা কার্যকর তা ঠিক করে আয়নার, আকার, মাপ, কোন ধরনের জিনিস দিয়ে তৈরি এবং কোন রঙেয়র। প্রয়োজনে বাড়ির পরিবেশ ইতিবাচক রাখতে এই জিনিসগুলোর মধ্যে বদল আনা যায়। 
  • ঘরের ভুল দিকে যদি আয়না লাগিয়ে রাখা হয় তা হলে এর কারণে অনেক সমস্যা তৈরি হতে পারে। আপনার ক্ষেত্রে এরকমটা হলে আয়নার জায়গা বদল করুন কিংবা সেই সময় হাত না থাকলে আপাতত ক্রিম কালারে পর্দা বা কাগজ দিয়ে আয়না ঢেকে দিন। এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি বাড়িয়ে তুলতে পারবেন। 

আরও পড়ুন:  ঘরে সুখ শান্তি বজায় রাখতে মেনে চলুন বাস্তু শাস্ত্রের এই নিয়মগুলি

  • ভুলেও বাড়ি বা কোনও ঘরের দক্ষিণ-পশ্চিম দিকে আয়না লাগাবেন না। এর ফলে পরিবারের ক্ষতি হতে পারে।  তবে আয়না খাটের সামনে রাখতে পারেন। এতে কোনও সমস্যা হবে না।
  • পশ্চিমে গোলাকার, উত্তর বা পূর্বে ডিম্বাকৃতি আর দক্ষিণ দিকে তিন কোনা আয়না লাগাতে পারেন। 
    বাড়ির দক্ষিণ অংশের পূর্বের দিকে মুখ করা দেওয়ালে ভুলেও আয়না লাগাবেন না। এটা করলে সংসারে  টাকাপয়সার টানাটানি তৈরি হতে পারে। অর্থের
  • লেনদেনেও সমস্যা হতে পারে। এছাড়া দুর্ঘটনার সম্ভাবনাও প্রবল হয়ে যায়।   
  • বাড়ির দক্ষিণ দিকেও আয়না না লাগানো ভাল। বাস্তুশাস্ত্র মতে এর ফলে চাকরি হারানোর সম্ভাবনা থাকে। সমাজে আপনার যে নাম ও প্রতিপত্তি রয়েছে সেটাও প্রভাবিত হয়। দু’টোই কম হতে শুরু করে।   
     
RELATED ARTICLES

Most Popular