Placeholder canvas

Placeholder canvas
Homeদেশবিজেপিকে রুখতে শরদের বাড়িতে মঙ্গলবার বিরোধীরা

বিজেপিকে রুখতে শরদের বাড়িতে মঙ্গলবার বিরোধীরা

Follow Us :

নয়াদিল্লি: বিরোধী শক্তিশালী হলে বিজেপিকে হারানো সম্ভব৷ একুশের নির্বাচনে তা প্রমাণ করে দিয়েছে বাংলা৷ তাই উত্তরপ্রদেশ নির্বাচনের আগে বিরোধীদের এক ছাতার তলায় নিয়ে আসার কাজ ফের শুরু হল৷ আগামিকাল মঙ্গলবার শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে একাধিক অবিজেপি দলের নেতাদের ডাকা হয়েছে৷ সূত্রের খবর, বিজেপিকে রুখতে উত্তরপ্রদেশ নির্বাচনে বিরোধীদের রণকৌশল নিয়ে আলোচনা চান শরদ পাওয়ার৷

আরও পড়ুন: আলাপন বন্দ্যোপাধ্যায়কে কড়া চিঠি কেন্দ্রের

বিরোধীদের আমন্ত্রণ পাঠানোর আগে সোমবার শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে তিনঘণ্টা বৈঠক করেন পিকে৷ তার পরই বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে একসঙ্গে বসার আমন্ত্রণ পাঠান এনসিপি সুপ্রিমো৷ শরদ পাওয়ারের সঙ্গে এ’কাজে দূত হয়ে নেমে পড়েন প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহাও৷ একুশের বিধানসভা ভোটের আগে যিনি যোগ দিয়েছেন তৃণমূলে৷ ইতিমধ্যে শরদ পাওয়ার ও যশবন্ত সিনহার বার্তা পৌঁছেছে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা মনোজ ঝা, আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং, কংগ্রেস নেতা কপিল সিব্বল এবং ডিএমকে-র কাছে৷ যদিও কপিল সিব্বল এবং মনোজ ঝা জানিয়েছেন, তাঁরা কোনও আমন্ত্রণ পাননি৷ অন্যদিকে বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সিপিআই নেতা ডি রাজা৷

সর্বভারতীয় স্তরে বিজেপিকে রুখতে এর আগেও অনেকবার চেষ্টা হয়েছে৷ উনিশের লোকসভা ভোটের আগে সব অবিজেপি দলগুলিকে ব্রিগেডে ডেকে চমক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু ৩০০-র বেশি আসনে জয়ী হয়ে কেন্দ্রে দ্বিতীয়বার ক্ষমতায় ফেরে নরেন্দ্র মোদীর সরকার৷ তবে সদ্য সমাপ্ত বাংলার বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিজেপির শোচনীয় হার বিরোধী শিবিরকে নতুন করে উজ্জ্বীবিত করে৷

তাই এখন থেকেই বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করার কাজ তলে তলে শুরু করে দিলেন শরদ পাওয়ার ও যশবন্ত সিনহারা৷ আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন৷ বাংলায় হারের পর উত্তরপ্রদেশ নিয়ে চিন্তায় বিজেপি৷ ২০২৪ সালের লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশ নির্বাচনকেই সেমিফাইনাল ম্যাচ বলে ধরে নেওয়া হবে৷ এনসিপি সূত্রে খবর, উত্তরপ্রদেশ নির্বাচনের আগেই বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসার কাজ এগিয়ে রাখতে চান শরদ পাওয়ার৷

RELATED ARTICLES

Most Popular