Tuesday, July 2, 2024

HomeদেশAmit Shah: এবার ৩০০ পার, উত্তরপ্রদেশে প্রচারে নেমেই আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন...

Amit Shah: এবার ৩০০ পার, উত্তরপ্রদেশে প্রচারে নেমেই আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অমিত

Follow Us :

লখনউ: হাই ভোল্টেজ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের  (Uttar Pradesh Assembly Polls 2022) ময়দানে পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)৷ শনিবার রাজ্যের কাইরানা (Kairana) থেকে শুরু করেন ভোট প্রচার৷ সেখানে বাড়ি বাড়ি প্রচার করেন তিনি৷ বিলি করেন লিফলেট যেখানে লেখা কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে জনতার ভিড় উপচে পড়ে৷ ‘জয় শ্রীরাম’, ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দিয়ে অমিত শাহকে স্বাগত জানান এলাকার মানুষ৷ তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এদিনের প্রচারকে ঘিরে দানা বেঁধেছে বিতর্ক৷ কমিশন জানিয়েছিল, বাড়ি বাড়ি প্রচারে সর্বাধিক ৫ জন লোককে সঙ্গে নিয়ে যাওয়া যাবে৷ কিন্তু ভাইরাল হওয়া একাধিক ভিডিয়োতে নিরাপত্তা রক্ষীদের বাদ দিলে অমিতের সঙ্গে পাঁচের বেশি বিজেপি কর্মীকে দেখা গিয়েছে৷ জনতার ভিড়ে শিঁকেয় ওঠে দূরত্ব বিধি৷ অধিকাংশের মুখে ছিল না মাস্ক৷ এমনকী অমিত শাহও মাস্ক না পরেই ভোট প্রচার করেন৷ জনতার উদ্দেশে বলেন, ‘এবার বিজেপি ৩০০ পার’৷

যদিও শনিবারই কমিশন জানিয়ে দেয়, বাড়ি বাড়ি ভোট প্রচারে সর্বাধিক ১০ জনকে সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে৷ একই দিনে অমিত শাহের নির্বাচনী প্রচার ঘিরে বিতর্ক ও কমিশনের ঘোষণা নিয়ে অনেকেই ভ্রু কুঁচকেছেন৷ গত বিধানসভা ভোটের আগে পশ্চিম উত্তরপ্রদেশের কাইরানা হয়ে উঠেছিল বিজেপির অন্যতম প্রচারের হাতিয়ার৷ বিজেপি নেতারা দাবি করেছিলেন, সমাজবাদী পার্টির আমলে দুষ্কৃতীদের দাপটে  হিন্দুরা ঘর-বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন৷ ২০১৭-র নির্বাচনে কাইরানার ঘটনাকে বড় নির্বাচনী ইস্যু করেছিল বিজেপি৷ সেই কাইরানা থেকেই অমিত শাহ উত্তরপ্রদেশে তাঁর প্রথম ভোট প্রচার শুরু করেন৷ একাধিক সূত্রে দাবি, তিনি সেই সব পরিবারের সঙ্গেও দেখা করেন যারা সমাজবাদী পার্টির শাসনে বাড়ি-ঘর ছেড়ে চলে যান৷ এদিন তিনি মিষ্টির দোকানের মালিক রাকেশ গর্গের সঙ্গে দেখা করেন৷ ২০১৪ সালে রাকেশের কাছে ২০ লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল৷ দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে তিনি হরিয়ানায় চলে যান৷ বিজেপি ক্ষমতায় আসার পর তিনি ফিরে এসে ব্যবসার হাল ধরেন৷

কাইরানায় এবার বিজেপি প্রার্থী করেছে মৃগাঙ্ক সিংকে৷ যিনি এই কেন্দ্রের প্রয়াত বিধায়ক হুকুম সিংয়ের বড় মেয়ে৷ তাঁর বিপরীতে রয়েছেন সমাজবাদী এবং আরএলডি জোটের ইকরা হাসান৷

আরও পড়ুন: India’s Tallest Man: দেশের সবচেয়ে লম্বা ব্যক্তি সমাজবাদী পার্টিতে

RELATED ARTICLES

Most Popular