Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsINDvsSA ODI: আজ মর্যাদা বাঁচানোর শেষ সুযোগ কাজে লাগাতে মরিয়া টিম ইন্ডিয়া

INDvsSA ODI: আজ মর্যাদা বাঁচানোর শেষ সুযোগ কাজে লাগাতে মরিয়া টিম ইন্ডিয়া

Follow Us :

আজ শেষ সুযোগ সম্মান রক্ষার। কেপ টাউনে সিরিজের শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ। সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। কে এল রাহুলের নেতৃত্বে ভারত তাই চায় সম্মানের এই লড়াই জিতে দেশে ফিরতে।

৫০ ওভারের ম্যাচে হালফিলে টিম ইন্ডিয়ার কোনও কিছুই কাজে লাগছে না। চলতি সিরিজে ০-২ ম্যাচে পিছিয়ে ভারত।

রাহুলের দলের মিডল অর্ডার ব্যাটিংয়ে ভরসা রাখা যাচ্ছে না। দুটি ম্যাচে ভারতীয় বোলাররা মাত্র ৭টি উইকেট নিতে পেরেছে। নেতা কে এল রাহুল নিজেও এখনও বড় রানের ইনিংস খেলতে পারেননি।

https://twitter.com/DMdev3010/status/1484916591074877440?t=Kd9TG_BpdqqeRTXiB5pUdg&s=19

বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার আর অশ্বিন এখনও ছন্দহীন লাগছে। কোচ রাহুল দ্রাবিড় কি এবার জয়ন্ত যাদব বা দীপক চাহারের কথা ভাববেন? প্রথম দুটি ম্যাচ বোলান্ড পার্কে খেলা হয়েছে – যে ২২ গজে গতি আর বাউন্স তেমন ছিল না। এমনকি অধিনায়ক রাহুল মেনে নিয়েছিলেন, উইকেট ছিল দেশের ( ভারতের) অধিকাংশ উইকেটের মতন। আজ নিউল্যান্ডসের উইকেটে কিন্তু পেস আর বাউন্স বেশি থাকবে।

এই দক্ষিণ আফ্রিকা সিরিজে খুব বেশি রান করতে পারেননি। শুধু প্রথম টেস্ট ম্যাচে ম্যাচ জেতানোর সেঞ্চুরি করেছিলেন। তিনি নিজে রানের ছন্দে ফিরতে মরিয়া। দলে সুযোগ পাওয়া দুই আয়ার – শ্রেয়স আর ভেঙ্কটেশ এখনও কিছুই করে উঠতে পারেননি। তাতেই দলের মিডল অর্ডার ব্যর্থ হয়ে আছে। এই মিডল অর্ডারে দুজনই দ্রুত রান করার সুনাম নিয়ে দলে নির্বাচিত হয়েছেন। আজ তাই, সূর্যকুমার যাদবকে দলে আনা হতে পারে।

ছবি: সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular