Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsGadkari Hydrogen Car: 'হাইড্রোজন গাড়ি'তে সংসদে এলেন গডকরি, কিলোমিটারে খরচ মাত্র ২...

Gadkari Hydrogen Car: ‘হাইড্রোজন গাড়ি’তে সংসদে এলেন গডকরি, কিলোমিটারে খরচ মাত্র ২ টাকা!

Follow Us :

নয়াদিল্লি: মোদিশাসনে যাবতীয় রেকর্ড ভেঙে ফেলেছে পেট্রল-ডিজেল (Petrol Diesel Price Hike)। জ্বালানির দামে হাত পুড়ছে আমআদমির। এই অসন্তোষের আবহে জনমানসে ‘বিকল্প শক্তি’র বার্তা দিতে হাইড্রোজন গাড়ি নিয়ে বুধবার সংসদে হাজির (Gadkari Hydrogen Car) হলেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নিতিন গডকরি (Nitin Gadkari)। পেট্রল-ডিজেলের বিকল্প হিসেবে বিদ্যুতিন বা ব্যাটারিচালিত গাড়ির উপর জোর দিচ্ছে কেন্দ্র। চালু হয়েছে সিএনজি চালিত গাড়িও। কিন্তু, বিকল্প শক্তি হিসেবে ভারতের রাস্তায় হাইড্রোজেন গাড়ি এই প্রথম।

দিনে দিনে জ্বালানি আমদানির খরচ বাড়ছে। দহন থেকে দূষণে বাড়ছে তাপমাত্রা। গলছে মেরুবরফ।  ডেকে আনছে সভ্যতার সংকট। গ্লোবাল এই সংকটের কথা ভেবে ভারত শুধু নয়, আন্তর্জাতিক বিশ্ব ঝুঁকছে বিকল্প জ্বলানির দিকে। সন্ধান চলছে বিকল্প শক্তির। বিকল্প জ্বালানি হলে শুধু হবে না, পরিবেশের অনুকূল ‘সবুজ’ শক্তি( green energy) হতে হবে।

বাকি বিশ্বের মতো ভারতও সেই বিকল্পের সন্ধানে। না থেকে উপায়ও নেই। কারণ, বিশ্বের দূষিত শহরের প্রখম দশে ভারতই সংখ্যাগুরু। একাধিক শহর। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভবিষ্যৎ ভারতের কথা ভেবে অনেক দিন ধরেই বিকল্প শক্তির কথা বলে আসছেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী (Union Transport Minister)। আরও একটা উদ্দেশ্য আছে। আত্মনির্ভর ভারত। যে আত্মনির্ভরতার কথা বারবার বলে থাকেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিকল্প শক্তি, গ্রিন এনার্জির কথা মুখে বললেন, আর নিজে চাপবেন পেট্রল নয়তো ডিজেলচালিত গাড়িতে, এটা তো হয় না। তাই দৃষ্টান্ত তৈরি করতেই এ দিন সকালে দিল্লির আবাসন থেকে সংসদে পৌঁছলেন হাইড্রোজন গাড়িতে। দুধসাদা গাড়িতে ড্রাইভারের পাশের আসনে বসেছিলেন গডকরি। গাড়িতে গ্রিন নম্বর প্লেট। এই হাইড্রোজন-চালিত গাড়ি ভারতে এটাই প্রথম। আরও ভেঙে বললে, পাইলট প্রজেক্ট চলছে।

আরও পড়ুন: UP English Paper Leaked: উত্তরপ্রদেশে বোর্ডের প্রশ্ন ফাঁস, ২৪ জেলায় বাতিল ইংরেজি পরীক্ষা

মন্ত্রী জানান, গাড়ির ট্যাঙ্ক ভর্তি করলে, ৬০০ কিলোমিটার যাওয়া যাবে। আর খরচ, পেট্রল-ডিজেলের তুলনায় নস্যি। পেট্রল ১০০ পার করেছে কবেই। ডিজেলও ১০০ ছুঁইছুঁই। সেখানে হাইড্রোজন জ্বালানি হিসেবে ব্যবহারে কিলোমিটার প্রতি খরচ মাত্র ২ টাকা। মন্ত্রীর দাবি, পরিবেশবান্ধব হাইড্রোজেন এনার্জি ভারতকে আত্মনির্ভর হতে সাহায্য করবে।

গত জানুয়ারিতেই গডকরি জানিয়েছিলেন, তিনি নিজে হাইড্রোজেন চালিত গাড়ি ব্যবহার করেন। জাপানের টয়োটা কম্পানি গ্রিন হাইড্রোজনে চালিত গাড়ি তাঁকে দিয়েছে। বিকল্প শক্তির পাইলট প্রজেক্ট হিসেবেই তিনি ওই গাড়িটি ব্যবহার করছেন। তবে, এ দিন প্রথম বার তাঁকে জাপানি ওই গাড়িতে সওয়ার হতে দেখা গেল।

RELATED ARTICLES

Most Popular