skip to content

skip to content
HomeদেশChhattisgarh: সঙ্গী সাপ-ব্যাঙ, ৮০ ফুট গভীর-১০৪ ঘণ্টা লড়াইয়ের পর উদ্ধার ১১ বছরের...

Chhattisgarh: সঙ্গী সাপ-ব্যাঙ, ৮০ ফুট গভীর-১০৪ ঘণ্টা লড়াইয়ের পর উদ্ধার ১১ বছরের রাহুল

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ৮০ ফুট গভীর কুয়ো। তার মধ্যে একটা সাপ। একটা ব্যাঙ। আর একটা ১১ বছরের বাচ্চা। এভাবেই প্রায় পাঁচ দিন। কম বেশি ১০৪ ঘণ্টা।

১১ বছরের রাহুল সাহু। ছত্তীসগঢ়ের ছোট্ট রাহুলকে উদ্ধার করল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), সেনা এবং পুলিস। বর্তমানে হাসপাতালে রয়েছে রাহুল। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল।

কী হয়েছিল? 

শুক্রবার ১১ বছরের রাহুল ৮০ ফুট গভীর একটি কুয়োয় পড়ে যায়। প্রথমে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর দেওয়া হয় সেনা। পুলিস। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।

রাহুলকে উদ্ধারের লড়াই শুরু হতেই জানা যায় কুয়োর ভিতরে একা নেই সে। সঙ্গে রয়েছে একটি সাপ-ব্যাঙ। যা শুনে রীতিমতো চমকে ওঠেন সকলে। একে গভীর কুয়ো যার মধ্যে অক্সিজেনের অভাব। তার উপরে সাপের ভয়। মৃত্যুর সঙ্গে প্রতি মুহূর্তে রুদ্ধশ্বাস লড়াই করে এভাবেই প্রায় পাঁচ দিন কাটে রাহুলের।

আরও পড়ুন- Monkey Pox: মাঙ্কিপক্স নিয়ে ২৩ জুন জরুরি বৈঠকে হু, হবে নাম পরিবর্তনও

একদিকে তার জন্য প্রার্থনা করেছে গোটা ছত্তীসগঢ়। অন্যদিকে কুয়ো থেকে রাহুলকে উদ্ধার করার জন্য সুড়ঙ্গ তৈরি করছে উদ্ধারকারী দল। কেটে যায় ১০৪ ঘণ্টা। ততক্ষণে ১৫ ফুট দীর্ঘ সুড়ঙ্গ তৈরি করে ফেলে উদ্ধারকারী দল। উদ্ধার করা হয় রাহুলকে। সাপটি রাহুলের কোনও ক্ষতি করেনি।

ঘটনাটি টুইট করেন মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। লেখেন, ‘আমাদের বাচ্চা অনেক সাহসী। ১০৪ ঘন্টা গর্তে একটি সাপ এবং একটি ব্যাঙের সঙ্গে ছিল।আজ পুরো ছত্তিশগড় উৎসব উদযাপন করছে, আমরা সবাই দ্রুত তার সুস্থতা কামনা করি।’

RELATED ARTICLES

Most Popular