skip to content

skip to content
HomeCurrent NewsMaharashtra Political Crisis: ৩ দিনের মধ্যে সরকার গঠন করবে বিজেপি, দাবি পদ্ম-নেতার

Maharashtra Political Crisis: ৩ দিনের মধ্যে সরকার গঠন করবে বিজেপি, দাবি পদ্ম-নেতার

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আগামী তিনদিনের মধ্যে বিজেপি মহারাষ্ট্রে সরকার গঠন করতে চলেছে বলে দাবি করলেন দলের নেতা গিরিশ মহাজন। তাঁর দাবি, তাঁদের সঙ্গে এখন ১৭০ জন বিধায়কের সমর্থন রয়েছে। উদ্ধব সরকারের পতনেই শিবসেনা দলের ভাঙন ঠেকানো যাবে না বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের মত। অনেকেই বলছেন, তাঁকে এখন ফের ভাঙন রুখতে হবে। আগামী দিনে তাঁকে আরও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এদিকে, বিজেপি সরকার গঠন করতে চলেছে বলে দাবি করলেও একটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, একনাথ শিন্ডে বৃহস্পতিবার কিংবা শুক্রবার রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গেও দেখা করতে পারেন।

এদিকে, উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউত শুক্রবার ইডি দফতরে হাজিরা দিতে যাবেন বলে জানিয়েছেন। মুম্বইয়ের পাটরা চাল আবাসন প্রকল্পে কেলেঙ্কারির অভিযোগে ইডি তাঁকে তলব করেছিল। কিন্তু, আলিবাগে জনসভা রয়েছে বলে হাজিরা এড়ান রাউত। তারপর ইডি তাঁকে ১ জুলাই হাজিরা দেওয়ার জন্য ফের সমন পাঠায়।

আরও পড়ুন: India Covid: চতুর্থ ঢেউ সময়ের অপেক্ষা, ঝড়ের গতিতে বাড়ছে দেশে করোনা সংক্রমণ

উদ্ধব সরকারের পতন নিয়ে রাউত বলেন, মুখ্যমন্ত্রী পদে উদ্ধব ঠাকরে যখন ইস্তফা দিচ্ছিলেন, তখন আমরা আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। সকলেই উদ্ধবকে অত্যন্ত বিশ্বাস করতাম। তাঁর প্রতি শেষ পর্যন্ত আস্থা অটুট রয়েছে। সব জাত-ধর্মের মানুষ তাঁকে সমর্থন করেছে। সোনিয়া গান্ধী এবং শরদ পাওয়ারেরও তাঁর প্রতি আস্থা ছিল।

RELATED ARTICLES

Most Popular