Placeholder canvas

Placeholder canvas
Homeদেশনিতিনের কাছে কলকাতার জন্য আরও উড়ালপুল চাইলেন মমতা

নিতিনের কাছে কলকাতার জন্য আরও উড়ালপুল চাইলেন মমতা

Follow Us :

নয়াদিল্লি: দিল্লি সফরের চতুর্থ দিন বৃহস্পতিবার দুপুরে নিতিন গড়করির সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাস্তা সম্প্রসারণ, সংস্কার এবং উড়ালপুল নিয়ে কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রীর সঙ্গে কথা হয় বাংলার মুখ্যমন্ত্রীর৷ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘ট্রান্সপোর্ট এবং রোড কানেক্টিভিটি নিয়ে কথা হয়েছে৷’ পাশাপাশি কলকাতার জন্য আরও বেশি উড়ালপুলের দাবি জানান মমতা৷

আরও পড়ুন: বিজেপি সাংসদকে ‘বিহারি গুন্ডা’ বলায় অভিযুক্ত মহুয়া, দুঃখিত তেজস্বী

ফণী, আমফান, ইয়াসের পর রাজ্যের বহু সড়কের অবস্থা খারাপ৷ সেগুলি মেরামতির দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের রাজ্যের সঙ্গে বাংলাদেশ, ভুটানের সীমান্ত রয়েছে৷ আবার উত্তর-পূর্ব ভারতের গেটওয়ে পশ্চিমবঙ্গ৷ ইয়াস, ফণী, বুলবুলের জন্য অনেক রাস্তা খারাপ হয়ে গিয়েছে৷ ওগুলোকে মেরামত করার জন্য বলেছি৷’

আরও পড়ুন: ইজরায়েলে এনএসও-র অফিসে তল্লাশি, ‘খেলা হবে’ ট্যাগ করে ট্যুইট ডেরেকের

এছাড়া জাতীয় সড়ক সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়েছে৷ মমতা জানান, বীরভূমের নলহাটি থেকে মুরারি, সেবক থেকে রংপো, শিলিগুড়ি থেকে সবক রোডের সম্প্রসারণ নিয়ে কথা হয়েছে৷ যাতায়াত ব্যবস্থার উন্নতিতে রাজ্যে থ্রি টায়ার সিস্টেম চালু করার প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রীকে দেন মুখ্যমন্ত্রী৷ জানান, অনেক জায়গায় নীচে মেট্রো ওপরে বাস চলে৷ এমন অনেক সিস্টেম চলে৷ নিতিনজী শুনে মুখ্যসচিবকে পাঠাতে বলেছেন৷ এ নিয়ে তাঁরা আলোচনা করবেন৷

পাশাপাশি কলকাতার জন্য আরও বেশি উড়ালপুল তৈরির দাবিও জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কথায়, কলকাতায় জনঘনত্ব বেশি৷ গাড়ির সংখ্যা বেড়ে গিয়েছে৷ তুলনায় রাস্তা কম৷ ফলে যানজটের সমস্যা এড়াতে আরও উড়ালপুল দরকার৷ এছাড়া ইলেকট্রিক বাস ও অটোর তৈরির জন্য রাজ্যেই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি তৈরির প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রীকে দেন তিনি৷

RELATED ARTICLES

Most Popular