skip to content

skip to content
HomeদেশIndia Oil Exporter: পশ্চিম এশিয়ার নির্ভরতা কমাচ্ছে দিল্লি? সৌদিকে পিছনে ফেলে তেল...

India Oil Exporter: পশ্চিম এশিয়ার নির্ভরতা কমাচ্ছে দিল্লি? সৌদিকে পিছনে ফেলে তেল আমদানিতে দ্বিতীয়ে রাশিয়া

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: রাশিয়া-ইউক্রেন সংঘাত এবং পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের কূটনৈতিক টানাপড়েন। এই দুই গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যেই পুতিনের দেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খানিকটা জোরদার হল। ভারতে জ্বালানি তেলের রফতানি বাণিজ্যে সৌদি আরবকে পিছনে ফেলে দিল রাশিয়া। ইরাক যদিও এখনও এক নম্বরেই। ওই দেশ থেকেই সবচেয়ে বেশি জ্বালানি তেল আমদানি করে থাকে ভারত।

ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। তারপর থেকেই পশ্চিমের একাধিক দেশ রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করে। জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহের উপরেই সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা জারি করা হয়। ভারতের উপরেও কূটনৈতিক চাপ ছিল। এই পরিস্থিতিতে মে মাসের যে তথ্য, তাতে দেখা যাচ্ছে জ্বালানি তেলের রফতানিতে ভারতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাশিয়ার নাম।

মে মাসে ভারতের তৈল সংশোধনাগারগুলি বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানি করেছে রাশিয়া থেকে। প্রতিদিন ৮ লক্ষ ১৯ হাজার ব্যারেল। এপ্রিলে এই সংখ্যাটা ছিল প্রতিদিন মাত্র ২৭ হাজার ৭০০ ব্যারেল। এর আগে ভারত কখনও রাশিয়া থেকে এত বেশি পরিমাণে জ্বালানি তেল আমদানি করেনি। কেননা রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করতে প্রচুর আমদানি খরচ দিতে হয়। কিন্তু ইউক্রেন অভিযানের পর পশ্চিম বিশ্বের বহু দেশ মস্কো থেকে তেল আমদানি বন্ধ করে দিয়েছে। ভারত পশ্চিম এশিয়ার নির্ভরতা কাটাতে এই সুযোগ ছাড়েনি।

আরও পড়ুন: Nabanna Advisory: খবরের চ্যানেলগুলিকে সতর্ক করল রাজ্য সরকার

মে মাসে ভারত যত পরিমাণ জ্বালানি তেল আমদানি করেছে তার ১৫ দশমিক ৫ শতাংশই রাশিয়ার। একইরকম ভাবে রাশিয়া থেকে জ্বালানির আমদানি বৃদ্ধি পাওয়ায় পশ্চিম এশিয়া থেকে আমদানির শতাংশ কমে গিয়েছে। বৃদ্ধি পেয়েছে আফ্রিকা থেকে জ্বালানি তেল আমদানির পরিমাণ। মে মাসে আফ্রিকা থেকে অপরিশোধিত জ্বালানি তেলের আমদানির পরিমাণ ৫ দশমিক ৯ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ১১ দশমিক ৫ শতাংশ হয়েছে।

আরও পড়ুন: Nupur Sharma: পয়গম্বর বিতর্কে নূপুর শর্মাকে তলব কলকাতা পুলিসের, ২০ জুন হাজিরার নির্দেশ   

RELATED ARTICLES

Most Popular