Placeholder canvas

Placeholder canvas
HomeদেশTemple Thief: পালাতে গিয়ে মন্দিরের জানলায় আটকে চোর, ভাইরাল ভিডিয়ো

Temple Thief: পালাতে গিয়ে মন্দিরের জানলায় আটকে চোর, ভাইরাল ভিডিয়ো

Follow Us :

অমরাবতী: কর্মফল কাহারে কয়? গয়না চুরি করতে জানলা ভেঙে মন্দিরে প্রবেশ করেছিল চোর৷ বেরনোর সময় সেই জানলাতেই শরীর যায় আটকে৷ সারারাত চেষ্টা করেও কিছুতেই শরীর বের করতে পারে না৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, মাথা থেকে পিঠ পর্যন্ত অংশ বেরিয়ে বাইরে৷ আর নীচের অংশটুকু মন্দিরের ভিতর৷ এ দৃশ্য দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা৷ বলছেন, এরেই কয় কর্মফল৷

মজাদার ঘটনাটি অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার যামি ইয়েল্লাম্মা মন্দিরের৷ জুদুপুড়ি গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, সোমবার রাতে জানলা ভেঙে মন্দিরে ঢুকে পড়েছিল চোর৷ বিগ্রহের শরীর থেকে ৯ গ্রাম রুপোর গয়না চুরি করে৷ এমনকী প্রণামী বাক্সে রাখা টাকাও হাতিয়ে নেয়৷ কিন্তু বেরনোর সময় ওই জানলাতেই শরীর আটকে যায়৷

পরেরদিন সকালে গ্রামবাসীরা মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় চোরকে দেখে ফেলেন৷ গ্রামবাসীদের দেখে চোর বলে ওঠে, ‘আমাকে বাঁচাও’৷ কিন্তু মন্দিরের দেওয়ালের গায়ে মাটিতে গয়না পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা সবটা বুঝে ফেলেন৷ চোরকে টেনে বাইরে বার করে এনে উত্তম-মধ্যম ধোলাই দেন৷ তারপর ছেলেটিকে তুলে দেওয়া হয় পুলিসের হাতে৷ ধৃতের বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করা হয়েছে থানায়৷ শুরু হয়েছে তদন্ত৷

আরও পড়ুন: Untold Kashmir Files: মুসলিমদের ক্ষতে প্রলেপ দিতে জম্মু ও কাশ্মীর পুলিসের ভিডিয়ো আনটোল্ড কাশ্মীর ফাইলস

RELATED ARTICLES

Most Popular