skip to content

skip to content
HomeদেশIndia China Military talk: ভারত-চীন বৈঠকেও উত্তেজনা কমেনি, মানলেন জেনারেল নরভণে

India China Military talk: ভারত-চীন বৈঠকেও উত্তেজনা কমেনি, মানলেন জেনারেল নরভণে

Follow Us :

নয়া দিল্লি: চীনের সঙ্গে দফায় দফায় আলোচনা (India China Military talk) চললেও দু’দশের সম্পর্কে উত্তেজনা যে এতটুকু কমেনি, তা স্বীকার করে নিলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল (Gen MM Naravane) এমএম নরভণে। ভারতীয় সেনাপ্রধানের কথায়, ‘আলোচনা সত্ত্বেও চিনের দিক থেকে হুমকি কিন্তু এতটুকু কমেনি।’ তাই আলোচনার সঙ্গেই সামরিক প্রস্তুতিও সমান তালে চলছে। সেনাপ্রধান দাবি করেন, পূর্ব লাদাখে যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সেনা যে সর্বোচ্চ পর্যায়ে তৈরি রয়েছে। দেশের উত্তর সীমান্তে আধুনিক সমরাস্ত্রের সম্ভার বাড়ানো হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।   

দু’বছর আগের গলওয়ানের রক্তক্ষয়ী সংঘাতের পরেও সীমান্ত উত্তেজনা প্রশমণে ভারত-চীন ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। বুধবারও দু’দেশের কম্যান্ডার পর্যায়ে বৈঠক ছিল। এই নিয়ে দু’দেশের সেনা পর্যায়ে ১৪তম বৈঠক।

আরও পড়ুন: Covid vaccine: কোভিডের হাত থেকে বাঁচতে ভ্যাকসিনই ভরসা, বলছেন বিশেষজ্ঞরা

চীনের দিক থেকে ‘হুমকি’ থাকা সত্ত্বেও ‘পিপলস লিবারেশন আর্মি’,  পিএলএ-র সঙ্গে এ দিনের বৈঠক সদর্থক বলেই উল্লেখ করেন সেনাপ্রধান। আগামী দিনে দু-দেশের সম্পর্কের আরও উন্নতি হবে বলেই তিনি আশা প্রকাশ করেন। সেনা দিবস-এর আগে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন নরভণে।

 দু-দেশের সীমানা নিয়ে সংঘাত নতুন নয়। কয়েক দশক ধরে দু-দেশের সীমান্ত বিরোধ চলছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে পিএলএ যে একাধিকবার ভারতীয় সীমানায় ঢোকার চেষ্টা করেছে, তা-ও মেনে নেন জেনারেল নরভণে। তবে, প্রতিবারই ভারতীয় সেনার প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় চীনা সেনা।

চীনা সেনা ভারতের অন্ধ্রপ্রদেশে ঢুকে একটা আস্ত গ্রাম তৈরি করে ফেলেছে, এ নিয়ে প্রশ্ন করা হলে নরভণে বলেন, দু-দেশের প্রকৃত সীমারেখা স্পষ্ট নয়। তাই এ ধরনের অভিযোগ উঠছে।

RELATED ARTICLES

Most Popular