Placeholder canvas

Placeholder canvas
HomeরাজনীতিKunal Ghosh: '২০৩৬-এ মুখ্যমন্ত্রী হবেন অভিষেক', তৃতীয় তৃণমূল সরকারের বর্ষপূর্তিতে দাবি কুণালের

Kunal Ghosh: ‘২০৩৬-এ মুখ্যমন্ত্রী হবেন অভিষেক’, তৃতীয় তৃণমূল সরকারের বর্ষপূর্তিতে দাবি কুণালের

Follow Us :

কলকাতা: তৃতীয় তৃণমূল সরকারের বর্ষপূর্তিতে চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আজ, সোমবার কুণাল ফেসবুক পোস্টে লেখেন, ‘তৃণমূল কংগ্রেসের এক সৈনিক হিসেবে বলতে পারি, 2036 সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি। আর সেই 2036 সালে তিনি অভিভাবকের মত উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক। মুখ্যমন্ত্রিত্বে জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ভারতে নজির গড়বেন মমতাদি।’

২০২১ সালের এই দিনই রাজ্যবাসীর বিপুল জনমত নিয়ে নবান্নের বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯৩ আসনের মধ্যে ২১৩ আসন পেয়েছিল ঘাসফুল শিবির। বিজেপির দৌড় ৭৭-এই থেমে গিয়েছিল। এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই প্রসঙ্গে ফেসবুক পোস্টে লেখেন, ‘2021-এর লড়াই তৃণমূলকে অনেক পরিণত করেছে। উচ্চতা দিয়েছে। মানুষ চিনিয়েছে। বিপদ বুঝিয়েছে। আত্মবিশ্বাস দিয়েছে।’

বিরোধী দলগুলিকে কটাক্ষ করে কুণাল লিখেছেন, ‘ ফেসবুক, টুইটার একদিন বন্ধ থাকলে বিরোধী দলগুলো উঠে যাবে। ওদের সংগঠন, জনসংযোগ নেই। মিডিয়ার একাংশ আর সোশ্যাল মিডিয়া ভরসা। ওরা গোষ্ঠীবাজিতে দীর্ণ। দেউলিয়া রাজনীতির খাঁচায় আটকে। আমাদের দল বড় হচ্ছে, হবে। কিন্তু আমাদের পা পড়ুক এমনভাবে, যে বড় হওয়ার স্বাভাবিক প্রতিক্রিয়ার সুফল দল পাবে, কিন্তু মেদজনিত নেতিবাচকতা থেকে সতর্ক থাকতেই হবে।’

আরও পড়ুন: Kunal Ghosh: নিজেদের দলীয় কোন্দল সামলাতে ব্যর্থ বিজেপি, কটাক্ষ কুণালের

আত্মসমালোচনার উপরও জোর দেন কুণাল। তিনি লিখেছেন, ‘আত্মতুষ্টির জায়গা নেই। আত্মসমালোচনার জায়গায় গুরুত্ব দিতে হবে। দল বড়, সরকার বড়, আরও জয়, আরও দায়িত্ব, আরও কাজ, কর্মযজ্ঞ চলছে । 99% কাজ ভালো। 1% ভুল থাকলে ব্যবস্থা হচ্ছে এবং হবে। যে কর্মী, সমর্থক, সংগঠকরা 2021-এর চরম ঝুঁকির যুদ্ধে জান কবুল লড়াই দিয়েছেন, তাঁদের সম্মান, মর্যাদা, অধিকারবোধ সত্যিই স্বতন্ত্র। দলে রাজনৈতিক সচেতনতাটাকেই অগ্রাধিকার দিন। দেওয়া হয়।’

(কুণাল ঘোষের ফেসবুক পোস্টের বানান ও লেখা অপরিবর্তিত)

RELATED ARTICLES

Most Popular