skip to content

skip to content
Homeজেলার খবরসৌমিত্র খাঁর ফোনালাপের অডিও ফাঁস, দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিষ্ণুপুরের সাংসদের

সৌমিত্র খাঁর ফোনালাপের অডিও ফাঁস, দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিষ্ণুপুরের সাংসদের

Follow Us :

বিজেপিতে থেকে সেই দলেরই বদনাম করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। শনিবার সন্ধ্যে বেলায় তাঁর একটি ফোনালাপের অডিও ফাঁস হয়েছে। এই অডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল। এক ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলছিলেন সৌমিত্র খাঁ। সেই ব্যক্তির নাম নেননি তিনি। তাঁর সঙ্গে কথা বলার সময় দলের অন্দরের বেশ কিছু গোপন কথা ফাঁস করলেন সৌমিত্র। সেই সঙ্গে নিজের মতামত জানালেন তিনি।

কিন্তু প্রথমেই সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে সৌমিত্রকে বলতে শোনা যায়, পরের বারে লোকসভার রেজাল্ট হবে ৩, ৩৯। এই কথা শুনে ওই ব্যক্তি জানতে চান, বিজেপি মাত্র ৩টে সিট পাবে। যার উত্তরে সৌমিত্র খাঁ হ্যাঁ বলেন। সৌমিত্রর উত্তর শুনে বিজেপির অস্তিত্ব নিয়ে আশঙ্কা প্রকাশ করেন সেই ব্যক্তি। তিনি বলেন, বিজেপি আর থাকবে না। যা চলছে, দলে কেউ নেই। এভাবে বিজেপি টিকে থাকবে কি করে ? এর জবাবে সৌমিত্র খাঁ জানান, দলের কট্টর বিরোধীদের সাইড বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে যে ৪ জন মন্ত্রিত্ব পেয়েছেন, সৌমিত্রর মতে, “শান্তনু ঠাকুরকে বাদ দিয়ে বাকি তিন জন ‘আনভ্যালিড’। কোনও কাজে লাগবে না।” এই কথা শুনে সম্মতি দেন ফোনের অপর প্রান্তের ব্যক্তি। সৌমিত্রর অভিযোগ, বাংলার হিন্দুদের মধ্যেও জাতিভেদ ঢোকানোর চেষ্টা চলছে। হিন্দুদের মধ্যে রাজবংশী, আদিবাসীর ভেদাভেদ করা হচ্ছে। বাংলার রাজনীতিতে কেউ কারোর জন্য করে না, বলেন তিনি।

আরও পড়ুন : বিজেপি যুব মোর্চায় সৌমিত্রর একনায়কতন্ত্র, সম্মান নেই মহিলাদের, দিলীপ ঘোষকে লিখিত অভিযোগ

সৌমিত্র খাঁ’র আরও অভিযোগ, “নিশীথ প্রামানিক এতগুলো দফতরের মন্ত্রী হলেও পার্টি অফিসের ছেলেরা একটুও উপকৃত হবে না।” এমনকি দিনহাটায় ভোট হলে নিশীথ প্রামানিক ৫০ হাজার ভোটে হারবেন বলেও জানালেন তিনি। এরপর লোকসভা ভোটের ফলাফল নিয়ে নিজের মতামত দেন সৌমিত্র খাঁ। দার্জিলিং সহ উত্তরবঙ্গে কয়েকটা সিট মিলিয়ে ৩ থেকে ৪টি আসনে জিতবে বিজেপি। “পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী একটা সিটেও জিতবেন না, তুমি লিখে নাও”, ফোনের অপর প্রান্তের ব্যক্তির উদ্দেশে বলেন সৌমিত্র। “দিলীপ বাবু একটায় জিততে পারেন”, এই শুনে সোমিত্র জানান যে, দিলীপ ঘোষ কখনও রাস্তাতেও নামেননি। বিধানসভার ভোটার ফলাফল ঘোষণার পর একদিনও রাস্তায় নামেননি তিনি। দিলীপ ঘোষ শুধু মিডিয়া বাইট করছেন, কটাক্ষ করেই বলেন বিষ্ণুপুরের সাংসদ। এখনও পর্যন্ত কোনও জেলায় গিয়ে একজন কর্মীর পাশে দাঁড়ায়নি, দিলীপ ঘোষ সম্পর্কে স্পষ্ট বক্তব্য সৌমিত্রর। নিজের কথা বলতে গিয়ে তিনি বলেন, “২৪ সাল পর্যন্ত নিজের লোকসভার বাইরে বেরোবো না।” এরপর ফের দিলীপ ঘোষের বিষয়ে সৌমিত্র বলেন, দিলীপ ঘোষ নিজের বুথে ৬৮০ ভোটে হেরেছেন। তিনি পঞ্চায়েত ভোটে ২ হাজার ভোটে হেরেছিলেন। এরপরে তাঁকে আর বড় বড় কথা বললে মানায় না, বলেন সৌমিত্র। সৌমিত্র খাঁকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি বলেও ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজের ক্ষোভ প্রকাশ করেন।

RELATED ARTICLES

Most Popular