skip to content

skip to content
HomeScrollকলকাতা থেকে ওড়িশাগামী বাসে আগুন

কলকাতা থেকে ওড়িশাগামী বাসে আগুন

বাসে আগুন লাগার ঘটনায় ৩০ যাত্রী আহত

Follow Us :

খড়গপুর: শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) খড়গপুর লোকাল থানার মাদপুরের কাছে জাতীয় সড়কের উপরে বাসে আগুন (Fire) লাগে। ঘটনায় ৩০ জনের বেশি আহত হয়েছেন। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল ও স্থানীয়রা। বেশ কয়েকজন যাত্রীর আহত হওয়ার খবর মিলেছে। বিকেল ৫টা নাগাদ কলকাতার বাবুঘাট থেকে রওনা দিয়েছিল বাসটি। গন্তব্য ছিল ওড়িশার পারাদ্বীপ। যাত্রীরা জানিয়েছেন, প্রথমে ইঞ্জিনে আগুন লেগে যায়। সেখান থেকে বাসে ছড়িয়ে পড়ে আগুন। কাচ ভেঙে বাইরে বেরিয়ে আসেন যাত্রীরা।

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)

RELATED ARTICLES

Most Popular