Placeholder canvas
HomeWTCউপত্যকায় ৮৫ কোটির আর্থিক যোগ সন্ত্রাসবাদে মদত দেওয়া ব়্যাকেটের

উপত্যকায় ৮৫ কোটির আর্থিক যোগ সন্ত্রাসবাদে মদত দেওয়া ব়্যাকেটের

শ্রীনগর: উপত্যকায় মদত দিচ্ছে দিচ্ছে সন্ত্রাসবাদে মদত দেওয়া ব়্যাকেট। এবার সেই ব়্যাকেটের খোঁজ পেল পুলিশ। জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) ৮৫ কোটি টাকার আর্থিক যোগ মিলেছে সন্ত্রাসবাদে মদত দেওয়ার একটি ব়্যাকেটের। পুরো টাকাটাই সন্ত্রাসবাদে মদত (Terror Funding) দেওয়ায় ব্যবহার হয়েছিল বলে জানা গিয়েছে। তদন্তকারীদের র‌্যাডারে রয়েছেন একজন ব্যবসায়ী ও শীর্ষ পুলিশকর্তা।

জানা গিয়েছে, স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি বা এসআইএ গত বুধবার থেকে জম্মু-কাশ্মীর জুড়ে তল্লাশি অভিযান শুরু করে। শুক্রবার পর্যন্ত তল্লাশি চালিয়ে ৮৫ কোটি টাকার বিশাল আর্থিক চক্রের সন্ধান পেয়েছে। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, উপত্যকায় সন্ত্রাসবাদে মদত দেওয়ার জন্য বিভিন্ন পন্থায় ৮৫ কোটি টাকা তোলা হয়েছিল। সেই টাকা বিভিন্ন মাধ্যমে তছরুপ করা হয়েছিল।

আরও পড়ুন: গুজরাত-উত্তরপ্রদেশের থেকেও ভোটে দাঁড়াতে পারেন, হুঙ্কার অভিষেকের

এসআইএ-র তরফে আরও জানা গিয়েছে, তিনদিনের এই তল্লাশি অভিযানে বেশকিছু ইলেকট্রনিক গ্য়াজেট সহ লহু তথ্য উদ্ধার হয়েছে। গত অগস্ট মাসেই আর্থিক তছরুপ নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল। তাতেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

দেখুন আরও অন্যান্য খবর: 

Gairkata News | কলকাতা টিভিতে খবর সম্প্রচারের জের, গয়েরকাটা ডাকঘর সংস্কারের উদ্যোগ

RELATED ARTICLES

Most Popular

Recent Comments