Placeholder canvas

Placeholder canvas
HomeScrollগরমে ট্রাফিক পুলিশকে দেওয়া হল ও‌আর‌এস, ছাতা
Traffic Police

গরমে ট্রাফিক পুলিশকে দেওয়া হল ও‌আর‌এস, ছাতা

গরমের কথা মাথায় রেখে এই পদক্ষেপ

Follow Us :

হাওড়া: কলকাতা সহ একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের (Heat Wave) সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তাপপ্রবাহের মধ্যেই রাস্তায় দাঁড়িয়ে সারাদিন কর্তব্য পালন করছে ট্রাফিক পুলিশ (Traffic police)। এই তীব্র গরমে রাস্তায় না বেরোনোর পরামর্শ দিয়েছে চিকিৎসক থেকে আবহাওয়াবিদরা। এই পরিস্থিতিতে ট্রাফিক পুলিশের কর্মীদের কথা ভেবে তাদের মনোবল বাড়াতেই পথে হাওড়া পুলিশ কমিশনার প্রাভীন ত্রিপাঠি |

আরও পড়ুন: রবিবার তাপপ্রবাহের পুড়বে দক্ষিণবঙ্গ, জারি লাল সতর্কতা

পুলিশ কর্মীদের সুস্থতার কথা মাথায় রেখে শনিবার সকলে হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) কমিশনার প্রবীণ ত্রিপাঠি হাজির ছিলেন হাওড়া বঙ্গবাসী মোর। হাওড়ার বঙ্গবাসী মোর থেকে শুরু হয় পরিদর্শন। ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে তুলেদিলেন ছাতা রোদ চশমা সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী। কর্মীদের সুস্থতার কথা ভেবে তাদের ওআরএস ও গ্লুকোস দেওয়া হয়। আজ সারাদিন হাওড়ার সিটি পুলিশ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক মোর গুলোতে পরিদর্শন করবেন তিনি। হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠি বলেন, প্রচন্ড গরমে পুলিশ কর্মীরা তাদের কর্তব্যে অবিচল। তাঁদের শরীর সুস্থ রাখা প্রয়োজন। তাই গরমের কথা মাথায় রেখে এই পদক্ষেপ করা হয়েছে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular