Placeholder canvas

Placeholder canvas
HomeScrollআমেঠির মতো ওয়েনাড থেকেও পালিয়ে যাবেন রাহুল গান্ধী, কটাক্ষ মোদির
Narendra Modi

আমেঠির মতো ওয়েনাড থেকেও পালিয়ে যাবেন রাহুল গান্ধী, কটাক্ষ মোদির

মহারাষ্ট্রের এক জনসভায় প্রধানমন্ত্রী রাহুল গান্ধীকে শেহজাদা বলে সম্বোধন করেন

Follow Us :

নয়াদিল্লি: আমেঠিতে (Amethi) হারের পর পালিয়ে গিয়েছেন এবার ওয়েনাড় (Wayanad) থেকেও পালিয়ে যাবেন। এই ভাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রী শনিবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেন, তিনি কেরলের ওয়েনাড থেকে পালিয়ে যাবেন কারণ তিনি সেখানে জনগণের সমর্থন পেতে অসুবিধা বোধ করছেন।

মহারাষ্ট্রের নান্দেদে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদি রাহুল গান্ধীকে শেহজাদা (রাজপুত্র) বলে উল্লেখ করেন। এবং বলেন যে কংগ্রেস ২৬ এপ্রিল ওয়েনাডে ভোটের জন্য অপেক্ষা করছে। একটি খোঁচা দিয়ে তিনি বলেন যে গান্ধী পালিয়ে যাবেন। ২০১৯ সালে আমেঠি থেকে পালিয়ে গিয়েছিলেন। গান্ধীকে কংগ্রেস দ্বিতীয় মেয়াদের জন্য ওয়েনাড থেকে প্রার্থী করেছে। ২০১৯ সালে তিনি তার পারিবারিক ঘাঁটি ওয়েনাড এবং আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। আমেঠিতে তিনি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে পরাজিত হন।

আরও পড়ুন: তদন্তই করেনি ইডি, দাবি মানিকের

প্রধানমন্ত্রী মোদি আরও বলেন যে কংগ্রেস নেতারা ভোট ঘোষণার আগেই পরাজয় মেনে নেন। তিনি কংগ্রেসকে মহারাষ্ট্রের উন্নয়নে বাধা দেওয়ার অভিযোগও করেন। কংগ্রেস কয়েক দশক ধরে মহারাষ্ট্রের উন্নয়নে বাধা দিয়েছে। মহারাষ্ট্রের ৪৮টি লোকসভা আসনের জন্য ১৯ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত পাঁচটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে৷

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular