Placeholder canvas

Placeholder canvas
HomeScrollতদন্তই করেনি ইডি, দাবি মানিকের
Manik Bhattacharya

তদন্তই করেনি ইডি, দাবি মানিকের

ইডির কাছে তথ্যও নেই, প্রমাণও নেই, বললেন মানিক

Follow Us :

কলকাতা: আদালতে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) ইডির (ED) বিরুদ্ধে অভিযোগ তুললেন, ইডি তদন্তই করেনি। যে ৩২৫ জন ছাত্রের ফেল করা ছাত্রের চাকরি পাওয়া নিয়ে অভিযোগ, তাঁরা আদৌ ফেল করেছেন কি না ইডির কাছে সেই সংক্রান্ত তথ্য নেই। ওই প্রার্থীদের রেজাল্ট দেখতে চেয়েছেন মানিক।

মানিক ভট্টাচার্যের বক্তব্যের প্রেক্ষিতে ইডির আইনজীবী জানিয়েছেন, ইডি শুধুমাত্র আর্থিক দুর্নীতির তদন্ত করছে। ধৃত তাপস মণ্ডলের বয়ান থেকে একাধিক তথ্য উঠে এসেছে। সাত কোটি টাকার হদিস পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: দূরদর্শনের লোগো পরিবর্তন নিয়ে বিতর্ক

আদালতের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মানিক শনিবার বলেন, ওরা বলছিল ৩২৫ জনকে বেআইনিভাবে পাশ করানো হয়েছে। আমি তথ্য ও প্রমাণ দেখতে চেয়েছিলাম। ইডি আদালতে বলল তাদের কাছে তথ্যও নেই, প্রমাণও নেই। ওরা পাশ করেছে না ফেল করেছে ইডি জানে না ওদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তদন্তই করেনি ওরা। ২০২২ সালে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মানিককে।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular