Placeholder canvas

Placeholder canvas
HomeScrollআমি আপনাদের রয়্যাল বেঙ্গল টাইগার: মমতা
Mamata Banerjee

আমি আপনাদের রয়্যাল বেঙ্গল টাইগার: মমতা

দেশে কংগ্রেস ভালো করে লড়ুক, পুরো মদত দেব, বার্তা তৃণমূল নেত্রীর

Follow Us :

মালদহ: মালদহে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রচারে (Election Campaign) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার গাজোল মহাবিদ্যালয়ের মাঠে জনসভা করেন তিনি। মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের (Trinamool candidate Prasoon Banerjee) হয়ে প্রচারে ঝড় তুললেন তোলেন মুখ্যমন্ত্রী। নির্বাচনী জনসভা থেকে গত কয়েকদিন ধরেই কেন্দ্রকে চাচাছোঁলা ভাষায় আক্রমণ শানিয়ে যাচ্ছেন মমতা। এদিনও তার ব্যতিক্রম ঘটেনি। সেই একই ভাষায় তিনি আক্রমণ শানালেন পদ্ম শিবিরের বিরুদ্ধে। সুর চড়ালেন কংগ্রেস-সিপিএমের বিরুদ্ধেও। মমতা বলেন, এখান থেকে বিজেপির যারা জিতেছিল, কংগ্রেসের যারা জিতেছিল কোনওদিন বাংলার হয়ে কথা বলেছে? বাংলার হয়ে দাবি আদায় করেছে? জেনে রাখবে, বাংলায় কংগ্রেস-সিপিএম-বিজেপি ভাই ভাই। লড়ছে তাই একসঙ্গে। আমরা একা লড়ছি বিজেপির সঙ্গে।  বিজেপিকে জুমলাবাজ, কুৎসিত ভাণ্ডার বলে কটাক্ষ করেন মমতা। এরা মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করে  মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় কিছু করতে পারেনি কেন জানেন, আপনাদের হয়ে আমি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছি বলে। 

মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি  বলছে ৪০০ পার করবে! কোথায় পাবে এত ভোট? কেরলে ভোট পাবে না। তামিলনাড়ুতে ভোট পাবে না। গত বার সব ভোট পেয়ে ৩০৩ হয়েছিল। ৪০০ কী করে হবে।  ৪০০ পার নয়, ওরা পগার পার হবে। মমতার দাবি, বিজেপির বিরুদ্ধে যদি কোনও দল কাজ করে, তবে সেটা কংগ্রস বা সিপিএম নয়। সেটা তৃণমূল।  বিজেপি ভারতের ক্ষমতায় আসছে না।   মোদিকে কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, ওরা ইডি সিবিআই দিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছিল। কিন্তু কোনও লাভ হয়নি। আমাদের এমরা পার্লামেন্টে লড়াই করেছেন। মার খেয়েছেন। মহুয়াকে বহিষ্কার করে দিয়েছে। কেন্দ্র একশো দিনের টাকা আটকে রেখেছে।  কিন্তু বাংলা ভিক্ষা চাইবে না। যত বেশি সাংসদ আমরা নেব, তত বেশি দিল্লি থেকে কাজ করতে পারব। বাংলার প্রাপ্য আদায় করব। গরিব লোকেদের নিয়ে আমাদের এমপিরা গিয়েছিলেন দিল্লিতে। ওখানে অভিষেকদের মেরেছিল। কিন্তু আমরা মাথা নত করিনি। তিনি মানুষকে সতর্ক করে দিয়ে বলেন, মনে রাখবেন, ওদের যদি ভোট দেন তো পরের পার দেশে আর  ভোট হতে দেবে না।  

আরও পড়ুন: ৩ লক্ষ ভোটে জেতান, জুনে বিজয় মিছিল করব, রায়গঞ্জে মন্তব্য অভিষেকের

দিল্লিতে সরকার গড়ার বার্তা দিয়ে মমতা বলেন, কর্মশ্রী, জব কার্ড হোল্ডারদের ৫০ দিনের কাজের গ্যারান্টি দিলাম। আর কেউ যদি তার বেশি করতে চান ৬০ দিনও করুন। এটা রাজ্য সরকার করবে। দিল্লি করবে না।  দিল্লিতে সরকার গড়ব আমরা। তখন আমরা ইন্ডিয়া জোটকে সাপোর্ট করব। বাংলায় ইন্ডিয়া জোট নেই। এখানে আমরা একা। ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম। সিপিএম-কংগ্রেসকে একটাও ভোট দেবেন না। এটা বিজেপির খেলা। মালদহের মঞ্চে থেকে কংগ্রেসের উদ্দেশে মমতা বললেন, কংগ্রেস যেখানে যেখানে লড়াই করছে ভালো করে লড়াই করুক, পুরো মদত দেব। কিন্তু তৃণমূলের ভোট কাটতে আসবে না। 

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular