skip to content

skip to content
HomeBig newsইডেনের ভিতর ঝুলন্ত যুবক

ইডেনের ভিতর ঝুলন্ত যুবক

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম ধনঞ্জয় বারিক

Follow Us :

কলকাতা: ইডেন গার্ডেন্সের (Eden Gardens) ভিতরে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সূত্রের খবর, মৃত যুবক ইডেনের এক গ্রাউন্ড স্টাফের ছেলে।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম ধনঞ্জয় বারিক। ২১ বছরের ধনঞ্জয়কে ইডেনের ‘কে’ ব্লক থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়দান থানার পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁর বাবা গণেশ চন্দ্র বারিক ইডেনের গ্রাউন্ড স্টাফের কাজ করেন। ইডেনের স্টাফ কোয়ার্টারে থাকছিলেন ধনঞ্জয়। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদে ভুগছিলেন ধনঞ্জয়। তার থেকে আত্মঘাতী হন তিনি।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ মিথ্যা বলে দাবি করলেন শিল্পপতি সজ্জন জিন্দাল

জানা গিয়েছে, রবিবার থেকেই নিখোঁজ ছিলেন ধনঞ্জয়। তাঁকে খুঁজে না পেয়ে ময়দান থানায় মিসিং ডায়রি দায়ের করা হয়। সোমবার ইডেনের গ্যালারি থেকে ধনঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এদিন আপার টিয়ারের কে ব্লকে তাঁর দেহ দেখতে পান এক কর্মী।

মৃতের পরিবার সূত্রের খবর, ইডেনে গ্রাউন্ডস্টাফ হিসাবে কাজ করতেন মৃতের বাবা ও কাকা। সেই কাজেই যোগ দেওয়ার কথা ছিল ধনঞ্জয়েরও। স্টাফ কোয়ার্টারেই বাবা ও কাকার সঙ্গে থাকতে শুরু করেন। কিন্তু ইডেন কাজে যোগ দেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সেখান থেকেই মানসিক অবসাদে ভুগতে শুরু করেন ধনঞ্জয়, এমনটাই জানিয়েছেন তাঁর বাবা ও কাকা।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular