skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeScrollহ্যাপি হ্যাপি মুডে পোজ দিলেন কাজল

হ্যাপি হ্যাপি মুডে পোজ দিলেন কাজল

শুরু হয়েছিল লাবণ্য দিয়ে তা শেষ পর্যন্ত আমি ও আমার মুখ....

Follow Us :

মুম্বই: মনখোলা হাসি দিয়ে যুদ্ধ থেমে যায়। অভিনেত্রীকে সব সময় তাঁর মিলিয়ন-ডলারের হাসিতে দেখা যায়। বরাবরই মন খুলে হাসির জন্য চর্চায় থাকেন কাজল। হাসতে ভালোবাসেন ডিডিএলজির অভিনেত্রী। ফ্যানেদের জন্য তাঁর প্রাণখোলা হাসির ছবি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন…  অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি সুন্দর হাসির ছবি শেয়ার করেছেন। হাসিখুশি মুডে কাজল ক্যামেরায় পোজ দিয়েছেন। দেখা যাচ্ছে, কাজল আকাশের দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিয়েছেন। একটি ফোটোশুটের জন্য খয়েরি গ্রাউন বেছে নিয়েছেন তিনি। স্টাইলটা কমপ্লিট করেছেন একটি স্টেটমেন্ট বেল্টের সঙ্গে। ছবির ক্যাপশানে কাজল লিখেছেন, যা শুরু হয়েছিল লাবণ্য দিয়ে তা শেষ পর্যন্ত আমি ও আমার মুখ…

আরও পড়ুন: ‘দেবী চৌধুরানী’-র হাত ধরে ঐতিহাসিক মেলবন্ধন

নয়ের এর দশকে তার কেরিয়ার শুরু করেছিলেন কাজল। অরপর একের এর হিট ছবি দর্শদের উপহার দিয়েছেন তিনি। একজন অবসেসিভ প্রেমিকা থেকে সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করে সকলে অবাক করে দেন অভিনেত্রী কাজল (Kajol)। তার অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত হয়েছেন। নিজের ব্যক্তিরের বিষয় বলতে গিয়ে কাজল নিজেকে একজন অত্যন্ত স্বাধীন এবং ইতিবাচক মেয়ে ও সাহসী হিসাবে বর্ণনা করেছেন। এবার কাজলকে অ্যাকশন থ্রিলার মহারাগ্গি কুইন অফ কুইন-এ দেখা যাবে। 27 বছর পর, কাজল এবং প্রভুদেবা তেলুগু পরিচালক চরণ তেজ উৎপলাপতির পরিচালনায় আবার বড় পর্দায় আসছেন। 

 

View this post on Instagram

 

A post shared by Kajol Devgan (@kajol)

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular