Placeholder canvas

Placeholder canvas
HomeScrollসভাপতির পদ থেকে ইস্তফা দিলেন কমল নাথ

সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন কমল নাথ

মধ্যপ্রদেশে কংগ্রেসের নতুন সভাপতি কে?

Follow Us :

কলকাতা: মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে ভরাডুবি পর কংগ্রেসের সভাপতির (Madhya Pradesh Congress) পদ থেকে ইস্তফা (Resigns) দিলেন কমল নাথ (Kamal Nath)। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। নির্বাচনে হেরে যাওয়ার পর এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল। এবার নতুন সভাপতি নিয়োগ করতে চলেছে কংগ্রেস হাইকমান্ড। তাঁর জায়গায় পরবর্তী সভাপতি কে হবেন, দল সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গিয়েছে মধ্যপ্রদেশে ২৩০টি আসেনর মধ্যে কংগ্রেস জিতেছে মাত্র ৬৬টি আসনে।সেখানে বিজেপি পেয়েছে ১৬৩টি আসন। মধ্যপ্রদেশে কংগ্রেসের শোচনীয় ফলের পর এর পর মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, রাহুল গান্ধীর সঙ্গে দিল্লিতে বৈঠক করেন কমল নাথ।মনে করা হচ্ছে, লোকসভা ভোটকে পাখির চোখ করে দলকে আবার শক্তিশালী করতে কোনও তরুণ তুর্কির কাঁথে দায়িত্ব দিতে পারেন রাহুল গান্ধীরা। জানা গিয়েছে, মধ্যপ্রদেশে খারাপ ফলের জন্য দলের কর্মীদের কাছে হতাশা প্রকাশ করেছেন কংগ্রেস প্রাক্তন সভাপতি। তিনি জানিয়েছেন, এই খারাপ ফলের পর যেকোনও সচেতন লোকের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। এরপরই মধ্যপ্রদেশের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন।

আরও পড়ুন: ইন্ডিয়া জোটকে জেতার জন্য কী কী করতে হবে?

এদিকে আগামিকালই কংগ্রেস শীর্ষ নেতৃত্ব তিন রাজ্যের ভোটে ভরাডুবি নিয়ে বিস্তারিত আলোচনায় বসছে। সূত্রের খবর, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের কংগ্রেস নেতাদের ওই বৈঠকে ডেকে পাঠানো হয়েছে। কংগ্রেস হাইকমান্ডের বিশ্বাস ছিল, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে তারা জিতবে। রাজস্থান নিয়ে অবশ্য কংগ্রেস শীর্ষ নেতৃত্ব খুব একটা আশায় ছিলেন না। অশোক গেহলট এবং শচীন পাইলটের বিরোধ মেটানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। ভোটের আগে লোকদেখানো ভাব দেখিয়েছিলেন দুই নেতা। কিন্তু মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে যে এভাবে হারতে হবে, তা হাইকমান্ডের ধারণার বাইরে ছিল। শুক্রবার দুই রাজ্যের নেতাদের শীর্ষ নেতৃত্বের তোপের মুখে পড়তে হতে পারে। কংগ্রেস সূত্রের খবর, রাজস্থান নিয়ে তারা আলাদা বৈঠক করতে পারে। বেশ কয়েকটি রাজ্যের সভাপতি বদল নিয়ে অনেকদিন ধরেই কংগ্রেসের অন্দরে আলোচনা চলছে।।কিন্তু লোকসভা ভোটের আগে প্রদেশ সভাপতি পদে ব্যাপক রদবদল বুমেরাং হয়ে যাবে কি না, তা নিয়েও চিন্তায় রয়েছে কংগ্রেস। সব মিলিয়ে কংগ্রেস একটু চাপেই রয়েছে।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular