skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeScrollতাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালের বেড থেকে রোগী উধাও!
Patient Missing From Hospital

তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালের বেড থেকে রোগী উধাও!

মহিলা রোগী নিখোঁজ হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে

Follow Us :

তমলুক: পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালের ২০ নম্বর মহিলা বেড থেকে রোগী উধাও ! ছড়িয়েছে চাঞ্চল্য। চিন্তায় পরিবারের লোকজন। হাসপাতালের বেড থেকে নিখোঁজ হওয়া রোগীর নাম বাসন্তী রায় (৪৫)। তাঁর স্বামীর নাম মাখন রায়। নন্দকুমার ব্লকের বরগোদার গোদা গ্রামের বাসিন্দা।

গত ২৬ জুন বিকালে বাসন্তী রায় বাড়িতে থাকাকালীন শ্বাসকষ্ট দেখা দেয়। তড়িঘড়ি করে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসার জন্য বাড়ির লোকজন ভর্তি করান। রোগীর কাছে অর্থাৎ বাসন্তী রায়ের কাছে তাঁর বৌমা কল্যাণী রায় ছিলেন। শুক্রবার হাসপাতাল থেকে রোগীকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন রোগীর বৌমা কল্যাণী রায়। গত রাতে কল্যাণী রায় রোগীর বেডের পাশে ঘুমিয়ে পড়েন। ঘুম ভেঙে দেখেন বেডে আর শাশুড়ি মা অর্থাৎ বাসন্তী রায় শুয়ে নেই। রাত থেকে খোঁজাখুঁজি চলছে। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: বজবজে সোনার দোকানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি, ঘটনাস্থলে পুলিশ

বাসন্তীদেবির নাতি রাজু রায় জানান, ঘটনার খবর পেয়ে আমরা চিন্তায় পড়ে গিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি। রাতে কীভাবে একটি রোগী নিখোঁজ হয়ে যেতে পারে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় থানায় জানানো হয়েছে।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular