skip to content

skip to content
Homeবিনোদনহঠাৎই সমাজমাধ্যমকে বিদায় ঘোষণা 'সেলেনা গোমেজে'র

হঠাৎই সমাজমাধ্যমকে বিদায় ঘোষণা ‘সেলেনা গোমেজে’র

Follow Us :

মুম্বই: বর্তমানে বিশ্বজোড়া খ্যাতির শিখরে যে সমস্ত তারকারা রয়েছেন, তাদের তালিকায় নিঃসন্দেহে উঠে আসে পপতারকা তথা অভিনেত্রী সেলেনা গোমেজের নাম। সমাজমাধ্যমে যাকে কখনও পাওয়া যায় চোখ ধাঁধানো জমকালো লুকে আবার কখনও তিনি ধরা দেন সাদামাটা ভাবেই। বিশ্বখ্যাত এই পপতারকাকে নিয়ে কৌতূহলের অন্ত নেই তার লক্ষ লক্ষ অনুরাগীদের মধ্যে।

শুরু থেকে নীরব থাকার পর অবশেষে ইসরায়েল-ফিলিস্তিনির চলমান সংঘাত প্রসঙ্গে মুখ খুললেন পপতারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। সামাজিক মাধ্যমে গোমেজ বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছি, কারণ বিশ্বে যে সমস্ত ভয়াবহতা, ঘৃণা, সহিংসতা এবং সন্ত্রাস চলছে তা দেখে আমার হৃদয় ভেঙে যাচ্ছে।

এদিকে গোমেজের এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ তার অনুরাগীরা। এত দিন নীরব থাকার পর এখন ফিলিস্তিনিদের ওপর হওয়া নির্যাতনের প্রতিবাদ জানিয়েও তোপের মুখে এই গায়িকা।

উল্লেখ্য, বর্তমানে গোটা বিশ্ব তোলপাড় হয়ে রয়েছে হামাস-ইজরায়েল যুদ্ধ নিয়ে। প্যালেস্তাইনের স্বতন্ত্র গোষ্ঠী হামাস ইজরায়েলে আক্রমণ করার পর থেকেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে দুই ভূখণ্ডেরই পরিস্থিতি। যার বলি হয়েছে অসংখ্য মানুষ। এমনকি সেই তালিকা থেকে বাদ যায়নি নিষ্পাপ প্রাণেরাও। তারাও আজ মৃত। যা রীতিমতো ভাবাচ্ছে প্রায় সকল মানুষকেই। এই ভয়ঙ্কর পরিস্থিতি আর চোখে দেখতে পারছেন না গায়িকা সেলেনা গোমেজও। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন সমাজমাধ্যম থেকেই বিদায় নেওয়ার।

অন্য খবর দেখুন:

RELATED ARTICLES

Most Popular