Placeholder canvas

Placeholder canvas
HomeScroll৩ দিনেই ২০০ কোটি পার করল টাইগার ৩

৩ দিনেই ২০০ কোটি পার করল টাইগার ৩

কামাল দেখাচ্ছে সলমন খান অভিনীত এই ছবি

Follow Us :

মুম্বই: শুরুর দিনই ছক্কা হাঁকিয়েছে টাইগার ৩ (Tiger 3)। ৩ দিনেই ২০০ কোটি পার ‘টাইগার ৩’। বিশ্ববাজারে ২৪০ কোটি টাকা আয় করে ফেলেছে সব মিলিয়ে। প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস তাদের এক্স হ্যান্ডলে পোস্ট করে এই খবর জানিয়েছে। যদিও পাঠানের সঙ্গে তুলনা করলে দেখা যাবে সলমান অনেকটা পিছিয়ে রয়েছে। ১২ নভেম্বর মুক্তি পেয়েছে এই ছবি। রবিবার ৪৪ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। এর মধ্যেই কামাল দেখাচ্ছে সলমন খান অভিনীত এই ছবি।

তিন দিনে বিশ্ব বক্স অফিসে (Tiger 3 Box Office Collection Day 3) মোট ২৪০ কোটি টাকার গ্রস কালেকশন করল টাইগার ৩, জানাল প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস। ভারতে সিনেমাটি ১৫০ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছে। ভারতে মোট আয় ১৮০.৫ কোটি টাকা। বিদেশের মাটিতে ৫৯.৫০ কোটি টাকা আয়। টাইগার ফ্রাঞ্চাইসির ছবিগুলোর মধ্যে প্রথম তিন দিনে আয়ের নিরিখে এগিয়ে রয়েছে এই ছবি। ‘টাইগার ৩’ ছবিটি YRF স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি। এর আগে তালিকায় রয়েছে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ও ‘পাঠান’। এই তালিকায় পঞ্চম ও ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সংযোজন ‘টাইগার ৩’। ভাইফাঁটোর দিনেও ভালো ব্যবসা করছে এই ছবি।

আরও পড়ুন: বাংলাদেশের অভিনেতার সঙ্গে জুটি বাঁধছেন সোহিনী

মনীশ শর্মা পরিচালিত এই ছবিতে অবিনাশ রাঠোর ভারতীয় গুপ্তচর টাইগারের চরিত্রে ফিরেছেন সলমন। সঙ্গে জোয়া’ ক্যাটরিনা। ভিলেনের ভূমিকায় দেখা যাবে ইমরান হাশমি। সলমন-ক্যাটরিনা অভিনীত ছবি সোমবার দেশজুড়ে মোট ৫৪.৬৭ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে টাইগার ৩-র, যা প্রশংসনীয়। আর দ্বিতীয় দিনে এক লাফে ১০ শতাংশ আয় বেড়েছে। প্রথম দু-দিনের আয় মেলালে আপতত টাইগার ৩-র ঝুলিতে রয়েছে ৯৮ কোটি টাকা, যা হিন্দি ছবির ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসা।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular