Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsMurshidabad: বাছুরহীন দুধেল গাই, দেখতে ভিড় জমছে মুর্শিদাবাদের গ্রামে

Murshidabad: বাছুরহীন দুধেল গাই, দেখতে ভিড় জমছে মুর্শিদাবাদের গ্রামে

Follow Us :

সামসেরগঞ্জ: এখনও পর্যন্ত কোনও বাচ্চা না হলেও মাত্র ১৪ মাসের গরুর বাট দিয়ে বের হচ্ছে কেজির পর কেজি দুধ। এই ঘটনায় কার্যত হইচই মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ইসলামপুর গ্রামে। যা দেখতে ভিড় করছেন আশপাশের বাসিন্দারা। এ বিষয় নিয়ে সামসেরগঞ্জ ব্লকের পশু চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক কুন্তল দে জানান, এধরনের ঘটনা আগে কখনও নজরে আসেনি। অনেক সময় গুজবও হয়ে থাকে। বিষয়টি খতিয়ে দেখে ও পরীক্ষা নিরীক্ষা করার পরই জানা যাবে আসল সত্য।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর গ্রামের বাসিন্দা ডাবলু শেখ ওরফে এলাহি শেখ দীর্ঘদিন ধরেই বাড়িতে গরু পালন করেন। বছর খানেক আগেই পাশের বাড়ি থেকে একটি গরু কেনেন তিনি। বর্তমানে ওই গরুটির বয়স ১৪ মাস। এলাহির দাবি, কোনওরকম বাচ্চা না হলেও হঠাৎই মাস খানেক থেকে গরুটির বাট দিয়ে দুধ বের হচ্ছে। যা দেখে হতবাক তিনি।

আরও পড়ুন: এজলাসে অর্পিতা, ব্যাঙ্কশাল আদালতে শুনানি শুরু ‘অপা’র

এই খবর পেয়েই সামসেরগঞ্জ পশু চিকিৎসা কেন্দ্র থেকে পরিদর্শনে যান চিকিৎসকরা। পরীক্ষা করার পরই ফাইনাল রিপোর্ট আসবে বলেই দাবি করেছেন চিকিৎসকরা।

RELATED ARTICLES

Most Popular