skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeখেলাRanchi ODI: ধোনিগড়ে আজ সিরিজ বাঁচানোর লড়াইয়ে শিখররা, কেমন হবে দল!

Ranchi ODI: ধোনিগড়ে আজ সিরিজ বাঁচানোর লড়াইয়ে শিখররা, কেমন হবে দল!

Follow Us :

সিরিজে ০-১ পিছিয়ে থেকে লখনৌয়ে হারের ধাক্কা কাটিয়ে আজ, রবিবার দুপুরে রাঁচিতে নামছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ধোনি গড়ে সিরিজ বাঁচাতে নেমে শিখর ধাওয়ান চাইছেন আক্রমণাত্মক ক্রিকেট। লখনৌয়ে রান তাড়া করতে নেমে ব্যাটিংয়ে টপ অর্ডার একেবারেই ব্যর্থ হয় ধাওয়ানদের। শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসনের সৌজন্যে লড়াই চালায় টিম ইন্ডিয়া। রাঁচিতে ধাওয়ান, শুভমনদের থেকেও রান চাইছে দল। লখনৌয়ে ঋতুরাজ গায়কোয়েড়ের পরিবর্তে রজত পাতিদারের অভিষেক হওয়ার সম্ভাবনা। যদিও ঋতুরাজকে আরও একটা সুযোগ দিতে চান ধাওয়ান। 

সিরিজের প্রথম ওয়ানডে-তে একেবারেই ভাল বল করতে পারেননি আবেশ খান। আবেশের পরিবর্তে বাংলার পেসার মুকেশ কুমারের অভিষেক হওয়ার সম্ভাবনা আছে। গত ম্যাচে ডাগ আউটে বসা শাহবাজ আহমেদের অভিষেকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন-Ranchi ODI: ধোনিগড়ে আজ সিরিজ বাঁচানোর লড়াইয়ে শিখররা, কেমন হবে দল!

রাঁচির পিচে প্রচুর রান হওয়ার সম্ভাবনা। প্রথমে ব্যাট করে ৩০০ প্লাস রান করলেও নিশ্চিন্তে থাকার কথা নয়। রান তাড়া করে জয়ের সম্ভাবনা বেশি। এদিকে, টি২০ বিশ্বকাপের আগে এই ওয়ানডে সিরিজে জিতে মনোবল তুঙ্গে রাখতে চাইছে দক্ষিণ আফ্রিকা। সিরিজ আর দিল্লিতে টেনে না গিয়ে রাঁচিতেই জিতে নিতে চায় প্রোটিয়ারা। হেনরিক ক্লাসেন, ফিনিশার ডেভিড মিলারের উপর তাকিয়ে বাভুমারা ।   

ভারতের সম্ভাব্য একাদশ-
শিখর ধাওয়ান (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়েড়/রজত পাতিদার, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, ইশান কিষাণ, সঞ্জু স্যামসন, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, আবেশ খান/ মুকেশ কুমার।

ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে শুরু

RELATED ARTICLES

Most Popular