Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাWTC Final 2023| পুজারা-কোহলিই প্রধান কাঁটা, বলছেন প্রাক্তন অজি অধিনায়ক 

WTC Final 2023| পুজারা-কোহলিই প্রধান কাঁটা, বলছেন প্রাক্তন অজি অধিনায়ক 

Follow Us :

লন্ডন: বহু প্রতীক্ষিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) শুরু হচ্ছে কাল বাদে পরশু। নিজ নিজ অস্ত্রে শান দিচ্ছে যুযুধান দুই প্রতিপক্ষ ভারত (India) ও অস্ট্রেলিয়া (Australia)। নজর রয়েছে প্রতিপক্ষের অস্ত্রের দিকেও। এই আবহেই প্রাক্তন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch) বলছেন, ভারতের চেতেশ্বর পুজারা (Cheteshwar Pujara) এবং বিরাট কোহলির (Virat Kohli) উপর বিশেষ করে নজর দিতে হবে প্যাট কামিন্সদের (Pat Cummins)। আবার অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (Steve Smith) এবং মার্নাস লাবুশেনের (Marnus Labuschagne) উইকেট ভারতের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মত ফিঞ্চের। 

একান্তই টেস্ট ঘরানার ব্যাটার পুজারা। বাকি ভারতীয়রা যখন আইপিএল খেলতে ব্যস্ত তখন ইংল্যান্ডে সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলছিলেন তিনি। ইংলিশ কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন, তাই ফাইনালে তাঁর ব্যাট থেকে রান আসার আশা করাই যায়। অন্যদিকে বিরাট কোহলি সাম্প্রতিক কালে দুরন্ত ফর্মে রয়েছেন। সেই ফর্ম তিনি ফাইনালেও দেখাবেন বলে আশা ভারত সমর্থকদের। 

আরও পড়ুন: WTC Final 2023 | ফাইনালে ভরত না ঈশান, পছন্দের কিপার প্রশ্নে পাল্টি খেলেন হরভজন  

ফিঞ্চ বলছেন, বিরাট দুর্দান্ত টাচে আছে। আমেদাবাদে শেষ টেস্টের ইনিংস (১৮৬) অনবদ্য। প্রায় ত্রুটিহীন ইনিংস ছিল সেটা, কোনও ঝুঁকিই নেয়নি। ফোকাস ছিল পুরোমাত্রায়, অনবদ্য ইনিংস ছিল ওটা। ওর সঙ্গে আমি আরসিবিতে খেলেছি, দারুণ অভিজ্ঞতা। ফিঞ্চ আরও বলেন, ভারত যদি স্মিথ আর লাবুশেনকে জলদি আউট করতে পারে তবে ম্যাচ ভারতের পক্ষে যাবে। ওরা সেট হয়ে গেল ভারতের চাপ হবে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও একই ব্যাপার। ওরা কোহলি আর পুজারাকে তাড়াতাড়ি আউট করলে সুবিধা পাবে। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলির রেকর্ড ভালো। ক্যাঙারুদের বিরুদ্ধে ২৪ ম্যাচ খেলে ৪৮.২৬ গড়ে ১৯৭৯ রান করেছেন তিনি। এর মধ্যে রয়েছে আটটা সেঞ্চুরি এবং পাঁচটা হাফসেঞ্চুরি। 

এদিকে অস্ট্রেলিয়ার পেস ব্যাটারিতে আঘাত লেগেছে জশ হ্যাজেলউড চোট পেয়ে ছিটকে যাওয়ায়। আইপিএল (IPL 2023) চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। তবু আশা করা যাচ্ছিল ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন। কিন্তু ম্যাচ ফিট হয়ে ওঠার আর কোনও সম্ভাবনা নেই। তাঁর জায়গায় স্কোয়াডে ঢুকলেন মাইকেল নেসের (Michael Neser)। ফাইনাল থেকে ছিটকে গেলেও অ্যাশেজ সিরিজের দলে রয়েছেন হ্যাজেলউড। মুখ্য নির্বাচক জর্জ বেইলি (George Bailey) জানিয়েছেন, এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে তাঁকে খেলানোর চেষ্টা চলছে।    

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলার ৪২ | মেদিনীপুরে কোন দল এগিয়ে?
06:38
Video thumbnail
আজকে (Aajke) | দেশের আইন কানুনের উপর এতটুকুও আস্থা নেই স্বরাষ্ট্রমন্ত্রী বা বিজেপি নেতাদের
09:14
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar | এই নির্বাচনের সময়েই দাবি তুলুন, আমাদের মৌলিক অধিকার ফেরত পেতে চাই
12:29
Video thumbnail
Politics | পলিটিক্স (01 May, 2024)
23:25
Video thumbnail
Beyond Politics | রোবট ঘুরছে আরডিএক্স বেরোচ্ছে!
11:47
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | অপসারণে অভিমানী কুণাল, আমাকে 'অগ্নিপরীক্ষা' দিতে হবে?
43:49
Video thumbnail
Stadium Bulletin | সব মিথ্যা!! ঋদ্ধিকে ওপেন চ্যালেঞ্জ বোরিয়ার
55:39
Video thumbnail
নারদ নারদ | সিবিআই-এর কাছে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের
20:48
Video thumbnail
Sera 10 | আমি তৃণমূলে ছিলাম, আছি, তৃণমূলেই থাকার চেষ্টা করব: কুণাল
15:56
Video thumbnail
Jelar Saradin | দেখে নিন জেলার সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি...
10:41