কলকাতা: টি২০ বিশ্বকাপের দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া (Australia)। ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো হেভিওয়েট দল আগেই ঘোষণা করেছিল। অস্ট্রেলিয়ার ১৫ জনের দলে অবাক করা বিষয় হল, তরুণ মুখ নেই বললেই চলে। সবথেকে কমবয়সি ক্যামেরন গ্রিনের (Cameron Green) ২৪ বছর বয়স। তরুণ মুখ বলতে একমাত্র তিনিই। বেশিরভাগ খেলোয়াড়ই ৩০ পেরিয়েছেন। আছেন ৩৭ বছরের ‘বুড়ো’ ডেভিড ওয়ার্নারও (David Warner)। এই বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।
অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করবেন মিচেল মার্শ (Mitchell Marsh)। আইপিএলে তুমুল সমালোচিত হওয়া কেকেআর তারকা মিচেল স্টার্কও (Mitchell Starc) বিশ্বকাপ দলে আছেন। আছেন অন্য ফর্ম্যাটে তাঁর দুই সহযোদ্ধা প্যাট কামিন্স (Pat Cummins) ও জশ হ্যাজলউড। নেওয়া হয়েছে আর এক পেসার নাথান এলিসকেও। আইপিএলে ঝড় তোলা ফ্রেজার ম্যাকগার্ক সুযোগ পাননি, ব্রাত্য স্টিভ স্মিথও।
আরও পড়ুন: ভিনিসিয়াসের জোড়া গোল, বায়ার্নের মাঠে রিয়ালের ড্র
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার কোটায় চারজন সুযোগ পেয়েছেন। অধিনায়ক মার্শ তো আছেনই, তাছাড়া গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন এবং মার্কাস স্টয়নিসকে (Marcus Stoinis) নেওয়া হয়েছে। সম্প্রতি অজি বোর্ডের চুক্তি থেকে ছিটকে গিয়েছিলেন স্টয়নিস। কিন্তু আইপিএলে পারফরম্যান্সের জেরে তাঁকে উপেক্ষা করতে পারল না ক্রিকেট অস্ট্রেলিয়া।
Kit launched, skipper selected ✅
Mitch Marsh and @hcltech are locked in, and all of a sudden, the @T20WorldCup is starting to feel real!#T20WorldCup pic.twitter.com/c5EeI6tCMn
— Cricket Australia (@CricketAus) May 1, 2024
অস্ট্রেলিয়ার স্পিন বিভাগেও কোনও নতুন মুখ নেই। সেই অ্যাডাম জ্যাম্পা (Adam Zampa) এবং অ্যাশটন অ্যাগার। প্রথম এগারোয় জ্যাম্পাই খেলবেন, দ্বিতীয় স্পিনার হিসেব হাত ঘোরাবেন ম্যাক্সওয়েল। সবমিলিয়ে অজি দলে পাহাড়প্রমাণ অভিজ্ঞতা, কিন্তু তারুণ্য নেই। এই স্ট্র্যাটেজি কতটা কাজ করবে তা সময়ই বলবে।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপের দল: মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।
দেখুন অন্য খবর: