কাঁকসা: এক নাবালিকাকে শ্লীলতাহানি (Minor Girl Molestation) করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তির নাম বলরাম লোহার (কটু)। মঙ্গলবার রাত ১০টা নাগাদ পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর মহকুমার কাঁকসা থানায় ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের পরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। নাবালিকার পরিবারের অভিযোগ সোমবার রাত ১টা নাগাদ কাঁকসার মাধব মাঠের বাসিন্দা বলরাম লোহার বাড়িতে ঢুকে প্রাণে মেরে ফেলার হুমকি দেখিয়ে তার নাবালিকা মেয়েকে শ্লীলতাহানি করে। মেয়ের চিৎকার শুনে ধরতে গেলে বলরাম কোনওমতে পালিয়ে যায়। বাড়ির ভিতর থেকে বলরামের এক জোড়া চটি ও একটি টর্চ লাইট উদ্ধার হয়।
নাবালিকার পরিবার সূত্রে খবর, এর আগেও এলাকায় অনেকের বাড়ি ঢুকে এমন কান্ড ঘটিয়েছে বলরাম। বিষয়টি লোকলজ্জার কারণে প্রকাশ্যে আনতে চাননি দিন আনা দিন খাওয়া ওই নাবালিকার পরিবার। প্রতিবেশীদের সন্দেহ হলে তারাই সাহস দেয় ও পাশে থাকার আশ্বাস দিলে ওই নাবালিকার পরিবার কাঁকসা থানায় (Kanksa Police Station) লিখিত অভিযোগ জানায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দোষীর শাস্তির দাবিতে কাঁকসা থানার পুলিশের দারস্থ হয়েছে ওই নাবালিকার পরিবার। ঘটনার তদন্তে নেমে কাঁকসা থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। মঙ্গলবার রাতেই নাবালিকার ডাক্তারি পরীক্ষা করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে (Durgapur Sub Divisional Hospital)।
আরও পড়ুন: পলিট্রিক্সের গ্রিনরুম | পুরনো সিপিএম সাম্রাজ্যে ত্রয়ীর দাপট
কাঁকসার তৃণমূল (TMC) নেতা হিরন্ময় বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বলরাম লোহার বিজেপি করে। আর এটাই বিজেপির কালচার। গত ২০১৮ সালে বলরাম লোহার পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছিল। এখন দলের বদনাম হচ্ছে দেখে দায় এড়াতে চাইছে বিজেপি (BJP)। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। স্থানীয় বিজেপি নেতৃত্বের পাল্টা দাবি, বলরাম লোহার বর্তমানে পানাগড় শিল্পতালুকে তৃণমূলের সঙ্গে সিন্ডিকেট করে বিভিন্ন মালপত্র সাপ্লাই করে। বিজেপি নেতা ইন্দ্রজিৎ ঢালি অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, এক সময় বলরাম বিজেপি করলেও দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত ছিল না। থানায় অভিযোগ দায়ের হয়েছে, প্রশাসন প্রশাসনের মত কাজ করবে।
আরও খবর দেখুন