Placeholder canvas

Placeholder canvas
HomeScrollপন্থ ওয়েস্ট ইন্ডিজ যাবেনই, বললেন সৌরভ
Rishabh Pant

পন্থ ওয়েস্ট ইন্ডিজ যাবেনই, বললেন সৌরভ

সৌরভ মনে করছেন, পন্থের বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত

Follow Us :

নয়াদিল্লি: ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ক্রিকেট কেরিয়ারটাই শেষ হয়ে যেতে পারত ঋষভ পন্থের (Rishabh Pant)। অস্ত্রোপচার এবং তারপর ১৪ মাস রিহ্যাব কাটিয়ে মাঠে ফিরেছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে দুর্দান্ত ফর্মে আছেন তা বলা যাবে না। তবে একেবারে ব্যর্থও তিনি নন। আট ম্যাচে ৩৬.২৯ গড়ে ২৫৪ রান করেছেন পন্থ, স্ট্রাইক রেট ১৫০.৩০। আশা করা যায়, টুর্নামেন্ট যত এগোবে, দিল্লি অধিনায়কের ব্যাট তত ঝলসে উঠবে।

এখন সবথেকে বড় প্রশ্ন হল, টি২০ বিশ্বকাপে কি ভারতীয় দলে থাকবেন পন্থ। দিল্লির টিম ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) মনে করছেন, পন্থের বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত। ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়া সংযোগ ইভেন্টে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, “আমি চাই সব তরুণ খেলোয়াড় খেলুক। কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে দুর্ভাগ্যজনক হল নেওয়া যাবে শুধু ১৫ জনকেই। খেলায় এটাই হয়, সবথেকে সেরারা খেলে। পন্থ সেই ব্র্যাকেটেই আছে, আমি নিশ্চিত ও ওয়েস্ট ইন্ডিজ যাবে।”

আরও পড়ুন: আজ সেমিফাইনালে মোহনবাগানের লক্ষ্য কলিঙ্গ জয়

বিশ্বকাপে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli), দুজনকেই ভারতীয় দলে চাইছেন সৌরভ। তিনি বলেছেন, “আমার মনে হয় দুজনেই ওয়েস্ট ইন্ডিজ যাবে এবং দুজনেরই যাওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত, বলছি না যে নির্বাচকদের আমার কথাই শুনতে হবে কারণ দিনের শেষে এটা তাঁদের সিদ্ধান্ত, রোহিতের সিদ্ধান্ত। রোহিত এবং বিরাট ওপেন করবে কি না সেটাও ওদের সিদ্ধান্ত।”

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular