Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাInd vs NZ: শুভমানের শুভদিনে ছক্কার রেকর্ড গড়লেন রোহিত শর্মা, টপকালেন ধোনিকে 

Ind vs NZ: শুভমানের শুভদিনে ছক্কার রেকর্ড গড়লেন রোহিত শর্মা, টপকালেন ধোনিকে 

Follow Us :

হায়দরাবাদ: নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ওডিআই (ODI) সিরিজের প্রথম ম্যাচ পুরোপুরি শুভমান গিল (Subhman Gill) ময়। হবেই, ডাবল সেঞ্চুরি করেছেন যে। সোশ্যাল মিডিয়ায় এখন তিনিই ট্রেন্ডিং। এদিন ডাবল সেঞ্চুরি করার পাশাপাশি একটি রেকর্ডও করেছেন গিল। দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ১০০০ রান পূর্ণ করেছেন তিনি। ১০০০ রান করতে মাত্র ১৯টি ইনিংস নিয়েছেন তিনি। এর আগে এই রেকর্ড যুগ্মভাবে ছিল বিরাট কোহলি (Virat Kohli) এবং শিখর ধাওয়ানের। তাঁরা নিয়েছিলেন ২৪ ইনিংস। তাঁদের থেকে পাঁচটি ইনিংস আগেই এই কীর্তি করে দেখালেন গিল। 

জানেন কি, শুভমানের শুভদিনে রেকর্ড গড়েছেন আরও একজন? তিনি অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এদিন ৩৮ বলে ৩৪ রান করেছেন তিনি। এই ছোট্ট ইনিংসেও মেরেছেন চারটে চার এবং দুটি ছয়। আর এই ছয় মেরেই রেকর্ড গড়েছেন রোহিত। ভেঙে দিয়েছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) রেকর্ড। 

আরও পড়ুন: Subhman Gill Double Ton: ডাবল সেঞ্চুরি শুভমানের, নিউজিল্যান্ডকে ৩৫০ রানের টার্গেট দিল ভারত   

কী সেই রেকর্ড?
ভারতের মাটিতে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ডে এই ম্যাচের আগে ধোনির সঙ্গে একাসনে ছিলেন ‘হিটম্যান’ (Hitman)। দুজনেরই ছিল ১২৩টি ছয়। এদিন প্রথম ছয় মারতেই প্রাক্তন অধিনায়ককে টপকে গেলেন বর্তমান। এরপর আরও একটি ছয় মেরে এখন ১২৫-এ দাঁড়িয়ে তিনি। ধোনির পর বেশ খানিকটা পিছনে ৭১টি ওভার বাউন্ডারি মেরে তিন নম্বরে আছেন যুবরাজ সিং (Yuvraj Singh)। 

এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৪৯ রান করেছে ভারত। শুভমান একাই করেছেন ২০৮ রান (১৪৯ বলে)। টসে জিতে আজ ব্যাটিং নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি এবং তাঁর ওপেনিং পার্টনার গিল ভালোই শুরু করেছিলেন। ওপেনিং জুটিতে ওঠে ৬০ রান। ফার্স্ট ডাউনে নেমে বিরাট কোহলি (Virat Kohli) এদিন তাড়াতাড়ি আউট হয়ে যান। ১০ বলে মিচেল স্যান্টনারের বলে বোল্ড হয়ে যান তিনি। ৩৪৯ রান তাড়া করতে গিয়ে ১৫ ওভার শেষ নিউজিল্যান্ড দুই উইকেট হারিয়ে ৭৪ রান করেছে। উইকেট দুটি নিয়েছেন মহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুর। 

RELATED ARTICLES

Most Popular