skip to content

skip to content
HomeScrollস্টার্ককে নিয়ে কী বললেন ‘মেন্টর’ গম্ভীর?
Gautam Gambhir

স্টার্ককে নিয়ে কী বললেন ‘মেন্টর’ গম্ভীর?

আইপিএলের ইতিহাসে রেকর্ড ২৪.৭৫ কোটি টাকায় মিচেল স্টার্ককে কিনেছে কলকাতা

Follow Us :

কলকাতা: প্রাক-আইপিএল শিবিরে যোগ দিতে কলকাতায় পা রেখেছেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) নতুন মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। নয় বছর পর নাইট সংসারে প্রত্যাবর্তন ঘটল তাঁর। ২০১২ এবং ১৪ সালে অধিনায়ক গম্ভীরের হাত ধরে দু’বার চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। তিনি চলে যাওয়ার পর সাফল্যও দল ছেড়ে চলে গিয়েছে। এবার গম্ভীরের মেন্টর হিসেবে প্রত্যাবর্তনে তাই নাইট সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাস তুঙ্গে।

আইপিএলের ইতিহাসে রেকর্ড ২৪.৭৫ কোটি টাকায় মিচেল স্টার্ককে (Mitchell Starc) কিনেছে কলকাতা। গম্ভীর মনে করছেন, অজি পেসার দলের এক্স-ফ্যাক্টর হতে চলেছেন। বিশাল অঙ্কের মূল্য স্টার্কের সাফল্যে বাধা হবে না বলেও মত মেন্টরের। গম্ভীর বলেন, “আমি মনে করি না প্রাইস ট্যাগ স্টার্কের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে। আমার শুধু আশা, অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ও যা করে, সেটাই কেকেআরের হয়ে করুক।”

আরও পড়ুন: ফের কি চোট পেয়েছেন কেকেআর অধিনায়ক!

 

 

View this post on Instagram

 

A post shared by Kolkata Knight Riders (@kkriders)

প্রসঙ্গত, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়ে দুটো মরসুম খেলে ৩৪ উইকেট নিয়েছেন স্টার্ক। এ বছর নাইটদের পেস বিভাগের নেতৃত্ব দেবেন তিনি। দলের স্পিন বিভাগ আগে থেকেই যথেষ্ট শক্তিশালী, এবার স্টার্ক আসায় পেস ব্যাটারিও উন্নত হল।

বৃহস্পতিবার শহরে পা দিয়েছেন গম্ভীর। নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে ভক্তদের ঢল নেমেছিল। তা দেখে আবেগাপ্লুত হয়েছেন প্রাক্তন নাইট অধিনায়ক। তিনি বলেন, “আমি বরাবর উল্লেখ করেছি, কেকেআর আমার কাছে স্রেফ একটা ফ্র্যাঞ্চাইজি নয়, একটা আবেগ। তাই ফিরতে পেরে আমি খুশি। আমি জানি প্রত্যাশা অনেক, আশা করি সেই প্রত্যাশা পূরণ করতে পারব এবং সমর্থকদের খুশি করতে পারব।”

দেখুন অন্য খবর:

 

RELATED ARTICLES

Most Popular