Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যসম্প্রীতির অনন্য নজির, মুসলিম ভাইয়ের জল খেয়ে রাম নবমীর মিছিলে ভক্তরা
Basirhat Ram Navami Rally

সম্প্রীতির অনন্য নজির, মুসলিম ভাইয়ের জল খেয়ে রাম নবমীর মিছিলে ভক্তরা

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে এক সম্প্রীতির মেলবন্ধন দেখা গেল

Follow Us :

বসিরহাট: রামনবমীর মিছিলকে (Ram Navami Rally) কেন্দ্র করে সম্প্রীতির এক অনন্য মেলবন্ধন দেখা গেল বসিরহাটে (Basirhat)। মুসলিম ভাইদের হাতে জল খেয়ে শুরু হল রাম নবমীর মিছিল। টাকি রোডের রামনবমী উপলক্ষে মিছিলে দেখা গেল সংখ্যালঘু ভাইরা পানীয় জল নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে।

যেভাবে রাজ্যজুড়ে তীব্র দাবদহ চলছে। যেখানে তাপমাত্রা ৪২ ডিগ্রি পর্যন্ত পৌঁছে গেছে সেখানে পানীয় জলের অভাব মেটাতে রাস্তার ধারে মাওলানা বাগ দরবার শরীফের পক্ষ থেকে জলের ব্যবস্থা করা হয়। রামনবমী উপলক্ষে যেসব ভক্তরা এসে মিছিলের যোগদান করছে তাদের হাতে পানীয় জলের বোতল তুলে দেয় দরবার শরীফের সদস্যরা।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৪৭)

প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী। বসিরহাট রামনবমী কর্তৃপক্ষ আগেই ঘোষণা করেছিল আজ রবিবার, ২১ মার্চ বসিরহাটের রামনবমী উপলক্ষে শোভাযাত্রা (Ram Navami 2024) হবে। সেই জন্য আজকের এই দিনে যাতে ভক্তদের কোনও অসুবিধা না হয় তার জন্য মাওলানা দরবার শরীফের পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা করা হয়। এদিন পানীয় জল দেওয়ার মধ্য দিয়ে, সংখ্যালঘু ভাইরা ও হিন্দু ভাইরা একে-অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করে। এদিন শোভাযাত্রায় সন্দেশখালীর প্রতিবাদীরাও পা মেলান।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular