কলকাতা: তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত তুমুল রেগে গেলেন বিরাট কোহলি। তাঁর মনে হয়েছিল, কোমরের উপরে ফুলটস হওয়ায় নো বল ছিল, তাই রিভিউও নিয়েছিলেন। কিন্তু থার্ড আম্পায়ার আউট দেন। জায়ান্ট স্ক্রিনে আউট লেখা দেখেই ক্ষুব্ধ হন কোহলি, মাঠের আম্পায়ারদের সামনে স্পষ্টই বিষোদগার করেন। ওই আচরণের ফল ভুগতে হতে পারে তাঁকে।
তৃতীয় ওভারের প্রথম বলে কোহলিকে স্লোয়ার দিতে গিয়ে ফুলটস দিয়ে বসেন হর্ষিত রানা। বলটা প্রায় বুকের কাছে ছিল, কোহলি ঠিক এমন বল আশা করেননি। কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে কোনওমতে ব্যাটে লাগান। সেই বল বোলারের হাতে লোপ্পা ক্যাচ হয়ে জমা পড়ে। কোহলি সঙ্গে সঙ্গে রিভিউ নেন।
আরও পড়ুন: সল্ট-শ্রেয়সের ব্যাটে কোহলিদের সামনে বড় লক্ষ্য দিল KKR
টিভি রিপ্লেতে দেখা যায়, বল কোহলির কোমরের উপরেই ব্যাটে লেগেছে, কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন ব্যাটিং ক্রিজের বাইরে। তিনি স্টান্সই নিয়েছেন ক্রিজের বাইরে। নিয়মানুযায়ী এক্ষেত্রে নো বল হয় না। তার উপর বলের অভিমুখ ছিল উপর থেকে নীচের দিকে। কোহলি ক্রিজে থাকলে সম্ভবত কোমরের নীচে নেমে যেত।
That was a no ball pic.twitter.com/S5o2vgbO9R
— 𝐁east⁷ (@Beast_xx_) April 21, 2024
কিন্তু আউট হয়ে মাথা গরম করে ফেলেছেন মহাতারকা। রীতিমতো গজগজ করতে করতে মাঠ ছাড়েন তিনি। এমনকী ডাগ আউটে গিয়েও বিরক্তি, রাগ প্রকাশ করেন।
এদিন আন্দ্রে রাসেলের ক্ষেত্রেও একেবারে একই ঘটনা ঘটেছিল। তাঁকে বুক হাইটে ফুলটস করেন লকি ফার্গুসন। বল রাসেলের ব্যাট ছুঁয়ে দীনেশ কার্তিকের গ্লাভসে জমা পড়ে। রিভিউ করলে নো বল দেন থার্ড আম্পায়ার। কারণ রাসেল ক্রিজের ভিতরে দাঁড়িয়ে শট চালিয়েছিলেন। কিন্তু কোহলি তা করেননি, তাই আউট।
দেখুন অন্য খবর: