Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরGallbladder Stone: জটিল অস্ত্রোপচারে মহিলার পেট থেকে উদ্ধার পাথরের স্তূপ

Gallbladder Stone: জটিল অস্ত্রোপচারে মহিলার পেট থেকে উদ্ধার পাথরের স্তূপ

Follow Us :

হাড়োয়া: গলব্লাডারের অস্ত্রোপচার (Gallbladder Stone) করে ২ হাজার ৫৪৫টি পাথর বের করল চিকিৎসকেরা। এমনই বিরল অস্ত্রোপচার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়ায়। হাসপাতাল সূত্রে খবর, সুস্থ্য আছেন ওই মহিলা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাড়োয়ার একটি বেসরকারি হাসপাতালে পেটে ব্যাথা নিয়ে ভর্তি ছিলেন কচুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বছর ৬৩-এর শিখা সাঁপুই। তাঁর স্বামী তারাপদ সাপুই অবসরপ্রাপ্ত বাস কন্ডাক্টর। দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে অসুস্থ ছিলেন শিখা। চিকিৎসা করানোর মতো সামর্থ বা থাকায অবশেষে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হাড়োয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল কর্তৃপক্ষ পরীক্ষা করে অস্ত্রোপচারের পরামর্শ দেয়। শুরু হয় অস্ত্রোপচার। তখনই পিত্তথলি থেকে প্রায় ২ হাজার ৫৪৫টি পাথর উদ্ধার করেন চিকিৎসকেরা। ওজন প্রায় ১৭০ গ্রাম।

আরও পড়ুন:Howrah Incident: মেয়ের শ্লীলতাহানি, প্রতিবাদী বাবাকে পিটিয়ে খুন দুষ্কৃতীদের

হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচারের পর ওই মহিলা সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তাঁর স্বামী বলেন, একেবারে সামান্য কিছু অর্থ তাঁরা দিয়েছিলেন। তার পরেও স্বাস্থ্যসাথী কার্ডে এই ধরনের বিরল অস্ত্রোপচার নজির সৃষ্টি করেছে বলে জানান তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ভারতবর্ষ তথা গোটা বিশ্বে এই ধরনের পাথর উদ্ধার হওয়া হাতেগোনা কয়েকটি মাত্র। আর এবার হাড়োয়ার মতো একটি প্রত্যন্ত এলাকায় এমন ধরনের সফল অস্ত্রোপচার চিকিৎসা ব্যবস্থা অনন্য নজির গড়েছে। 

RELATED ARTICLES

Most Popular