skip to content

skip to content
HomeScrollচলছিল অবৈধ নির্মাণ, বন্ধ করল জেলা প্রশাসন

চলছিল অবৈধ নির্মাণ, বন্ধ করল জেলা প্রশাসন

Follow Us :

বীরভূম: কলকাতা টিভির খবরের জের। রবি ঠাকুরের প্রতিবেশী কোপাই নদীর গহ্বর দখল করে চলছিল অবৈধ নির্মাণ। বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করা হল সেই নির্মাণ। জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা সেই কোপাই নদীর অবৈধ নির্মাণস্থলে গিয়ে সব কাজ বন্ধ করেন।

শান্তিনিকেতনের পাশ দিয়ে বয়ে গিয়েছে কোপাই নদী। রবীন্দ্রনাথের লেখনীতে আমরা কোপাই নদীকে পাই প্রতিবেশী হিসেবে। সেই কোপাই নদী দখল করে চলছিল অবৈধ নির্মাণের কাজ। এভাবে দিনের পর দিন নির্মাণ কাজ চললে আগামী দিনে আর কোপাই নদী বলে কিছু থাকবে না।

আরও পড়ুন: জীবিত মহিলা সরকারি খাতায় মৃত, প্রায় ১ বছর ধরে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার

এই কোপাই নদীর জলের উপর নির্ভর করে রয়েছেন স্থানীয় মানুষজন। নদীতে গ্রীষ্মকালে জল পান করে গৃহপালিত পশু। সেই নদীর এখন দুরবস্থা। নদীতে তোলা হচ্ছে অবৈধভাবে বালি, মাটি। কোপাই নদীর ধ্বংস করে অবৈধ নির্মাণ চলার কাজ প্রথম খবর তুলে ধরেছিল কলকাতা টিভি। বারবার সমষ্টির স্বার্থে, কোপাই নদী বাঁচাতে উদ্যোগী হয়েছিল কলকাতা টিভি। কলকাতা টিভির খবরের জেরে কোপাই নদীর অবৈধ নির্মাণস্থল পরিদর্শনে যায় বীরভূম জেলা প্রশাসন। কাজ বন্ধের নির্দেশ ছিল বীরভূম জেলা প্রশাসনের।

দেখুন আরও অন্যান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular