Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাKuntal Ghosh | এবার ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ কুন্তলের

Kuntal Ghosh | এবার ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ কুন্তলের

Follow Us :

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) ধৃত প্রাক্তন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে  এবার কলকাতা পুলিশের (Kolkata Police) দ্বারস্থ হলেন। জেল থেকেই হেস্টিংস থানায় ইডি (ED) ও সিবিআইয়ের (CBI) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগ, জোর করে নিয়োগ দুর্নীতিতে তাঁর বয়ান নেওয়া হচ্ছে। এমনকী প্রভাবশালী নেতাদের নাম বলানোর জন্য তাঁকে জোর করা হচ্ছে বলেও অভিযোগ কুন্তলের। এর আগেও তিনি সাংবাদিকদের সামনে ইডির বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তখনও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম বালনোর জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। বুধবার এই অভিযোগের ভিত্তিতে ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ কুন্তল। 

গত বৃহস্পতিবার কুন্তলও স্বীকার করেছিলেন, তিনি বিচারককে চিঠি দিয়েছেন। আদালতে হাজিরা দেওয়ার আগে বহিষ্কৃত তৃণমূলের যুব নেতা কুন্তল ফের বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেকের নাম বলার জন্য আমার উপর বারবার চাপ সৃষ্টি করছে। সেই কথাই আমি বিচারককে জানিয়েছি।

আরও পড়ুন: Chargesheet For Killing Rat| ইঁদুরকে ড্রেনে ডুবিয়ে মারার বিরুদ্ধে ৩০ পৃষ্ঠার চার্জশিট পেশ

এদিন বিশেয আদালতের বিচারক কুন্তলের আইনজীবীর কাছে জানতে চান, তিনি এই চিঠির কথা জানতেন কি না। আইনজীবী বলেন, , আমি ক্লায়েন্ট এর সঙ্গে কথাই বলতে পারছি না। চিঠি দেখার পর আইনজীবী আদালতে আরও জানান, এর জন্যই ৪১ ডি ধারায় আইনজীবীর সামনে কুন্তলকে জেরা করার আবেদন জানানো হয়েছে।

বৃহস্পতিবার আলিপুরের আদালতে শুনানি ছিল নিয়োগ মামলায় (Recuitment scam ) অভিযুক্ত কুন্তল এবং তাপস মণ্ডলের (Tapash Mandal) মামলার। এর আগে একাধিকবার তাপস কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কথা বলেছিলেন। তাঁর দাবি,  কুন্তলের মুখেই প্রথম কালীঘাটের কাকুর কথা শোনা গিয়েছিল।  তাপস বলেছিলেন, কালীঘাটের কাকুকে টাকা দিতে হয় বলে কুন্তল জানিয়েছিলেন। যদিও রপে কুন্তল কালীঘাটের কাকুকে চেননা বলে দাবি করেন। তাঁর মন্তব্য ছিল কাকুকে বলতে আমি শুধু আমার বাবার ভাইকেই চিনি। আর কোনও কাকুকে চিনি না। তাপস এবং নিয়োগ কাণ্ডে ধৃত তৃণমূলের আর ওক বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তদন্তের গতি মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য কুন্তল নান কথা বলে তদন্তকারী সংস্থাকে বিভ্রান্ত করছে। বৃহস্পতিবার কালীঘাটের কাকুর প্রসঙ্গ তোলা হলে বিরক্তিসূচক মুখভঙ্গি করেন কুন্তল। পরে মাথা নেড়ে বলেন, আমার আর কিছু বলার নেই।

প্রসঙ্গত, বুধবার ইঢি সিবিআইয়ের বিশেয আদালতের বিচারককে চিঠি দেয় কুন্তল। টিঠিতে অভিযোগ করে, তদন্তকারী সংস্থা তাঁকে চাপ দিয়ে মিথ্যা বয়ান দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে তাঁর আরও অভিযোগ, কাগজে জোর করে তাঁকে সই করিয়ে নেওয়া হচ্ছে। ওই কাগজে রয়েছে একাধিক প্রভাবশালীদের নাম। এমনকি তৃণমূলের এক সাংসদ ও মন্ত্রীরও নাম রয়েছে। আর সেই চিঠি বৃহস্পতিবার প্রকাশ করল বিচারক।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
KOLKATA TV LIVE STREAM
00:00
Video thumbnail
Top News | 'সিবিআই তদন্ত সঠিক পথে এগোচ্ছে', হাইকোর্টে CBI-র সন্দেশখালি-রিপোর্ট পেশ
44:59
Video thumbnail
Madhyamik Result | চলতি বছর মাধ্যমিকের পাসের হার ৮৬.৩১ শতাংশ
09:04
Video thumbnail
Madhyamik Result | মাধ্যমিকে প্রথমস্থান অধিকার করে কী বলল কোচবিহারের চন্দ্রচূড় সেন
06:51
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | কচুরিপানায় ঢেকেছে ইছামতি নদী, নদী সংস্কার নিয়ে শাসক-বিরোধী তরজা
02:14
Video thumbnail
Madhyamik Result | মাধ্যমিকে বাড়ল পাশের হার, এবারের সেরা দশে কোন কোন পড়ুয়া?
03:36
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | ৫.৭৫ শতাংশ ভোট বিজেপির পক্ষে, সংখ্যা বাড়ল- কী করে? : মমতা বন্দ্যোপাধ্যায়
06:26
Video thumbnail
WB Madhyamik 2024 Result | ৯৯% পেয়ে মাধ্যমিকে এবার প্রথম স্থানে কোচবিহারের চন্দ্রচূড় সেন
02:27
Video thumbnail
Madhyamik 2024 | মাধ্যমিকে প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন, প্রাপ্ত নম্বর ৬৯৩
12:22
Video thumbnail
Madhyamik 2024 Result | মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ
07:36