skip to content
Sunday, June 23, 2024

skip to content
Homeরাজ্যনির্বাচনী প্রচারে তৃণমূলের হাতিয়ার 'কার্টুন ব্যাঙ্গচিত্র'
Lok Sabha Election 2024

নির্বাচনী প্রচারে তৃণমূলের হাতিয়ার ‘কার্টুন ব্যাঙ্গচিত্র’

কুমিরের পেটে দেশের সম্পত্তি ব্যঙ্গচিত্র এঁকে মোদি থেকে অভিজিৎ-কে কটাক্ষ তৃণমূলের

Follow Us :

চন্দ্রকোনা: কোথাও ‘কুমিরের পেটে দেশের সম্পত্তি’ ব্যঙ্গচিত্র এঁকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ ‘সব খেয়েলে নরেন’! আবার কোথাও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) ব্যাঙ্গচিত্র এঁকে ছড়ার মাধ্যমে কটাক্ষ ‘কোর্টে বসে করেছো অনেক খেলা,এবার তুমি বুঝবে জনগনের ঠেলা’, আবার কোথাও ‘অধিকারী পরিবারকে ছড়ার মাধ্যমে কটাক্ষ ‘রাজনীতি করাই আমাদের পারিবারিক অধিকার সপরিবারে ঝেড়ে খাবো এমন দলেই সবাই যাব। এমনই একাধিক কার্টুন ব্যাঙ্গচিত্র এঁকে ছড়ার মাধ্যমে একদিকে কেন্দ্র সরকার ও বিজেপিকে আক্রমণ,অপরদিকে তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডার সহ জনকল্যাণমুলক একাধিক প্রকল্প তুলে ধরে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে চন্দ্রকোনার (Chandrakona) মহেশপুরে নজরকাড়া দেওয়াল লিখন তৃণমূল কংগ্রেসের।দেওয়াল লিখনে এসব অপপ্রচার করে কোনও কাজে আসবেনা,চারশোর অধিক সিটে জিতে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি পাল্টা কটাক্ষ বিজেপির।

ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়ে গিয়েছে,আগামী ২০ শে মে পঞ্চম দফায় আরামবাগ লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে। আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত চন্দ্রকোনা বিধানসভা। ভোটের নির্ঘন্ট ঘোষণা হতেই চন্দ্রকোনার ভগবন্তপুর ২ নম্বর অঞ্চলের মহেশপুর এলাকায় দেওয়াল লিখনের মধ্যে দিয়ে জোরকদমে চলছে তৃণমূলের নির্বাচনী প্রচার। আরামবাগ লোকসভা (Arambag Lok Sabha) কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিতালী বাগ। প্রার্থীর সমর্থনে মহেশপুর এলাকায় দেওয়াল লিখনে উঠে এল একাধিক কার্টন ব্যাঙ্গচিত্র ও ছড়া। তৃণমূল এহেন দেওয়াল লিখনে কেন্দ্র সরকারের জন বিরোধী নীতি ও বিজেপিকে নিশানা করা হয়েছে। কেন্দ্র বা বিজেপিই নই দেওয়াল লিখনে ব্যঙ্গচিত্র ও ছড়ার মাধ্যমে কটাক্ষ করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, একই সঙ্গে কটাক্ষ করা হয়েছে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও। রেল,বিমান,ব্যাঙ্ক সহ সরকারি সম্পত্তি বেসরকারিকরণের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়ে কুমিরের ছবি এঁকে তার পেটে সরকারি সম্পত্তি,এমনই ছবি তুলে ধরে লেখা রয়েছে ‘সব খেয়েলে নরেন’।

আরও পড়ুন: জেএমএম ছেড়ে বিজেপিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বউদি

প্রধানমন্ত্রীকে নিশানা করে ব্যাঙ্গচিত্রের মাধ্যমে ছড়ার মাধ্যমে লেখা হয়েছে,’আগে ছিলাম চা ওয়ালা চালিয়েছি দেশ,সবকিছু বেচে দিয়ে চোল্লাম বিদেশ।’অপর দেওয়ালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কটাক্ষ করে অধিকারী পরিবারকেও দেওয়াল লিখনে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস।শাসকদলের দলের এহেন দেওয়াল লিখনে অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও ব্যাঙ্গচিত্র ও ছড়ার মাধ্যমে কটাক্ষ করা হয়েছে।আবার প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানকে হাতিয়ার করে তৃণমূলের দেওয়াল লিখনে কার্টুন চিত্র ও ছড়ার মাধ্যমে তুলে ধরা হয়েছে,’স্বচ্ছ ভারত অভিযানের শেষ ধাপ, ২০২৪ লোকসভাতে বিজেপি সাফ।’মহেশপুর এলাকায় তৃণমূলের দেওয়াল জুড়ে যেমন কেন্দ্র ও বিজেপিকে নিশানা করা হয়েছে,অপরদিকে লক্ষ্মীর ভান্ডার,কন্যাশ্রী,রুপশ্রী, বিধবা ভাতা,বার্ধক্য ভাতা সহ রাজ্যসরকারের একাধিক প্রকল্পকে দেওয়াল লিখনে তুলে ধরা হয়েছে। এরই সঙ্গে দেওয়াল লিখনে স্লোগান তোলা হয়েছে,’পদ নই পতাকা,সব কেন্দ্রেই মমতা।

রাজ্যের ৪২ টি লোকসভা আসনেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী মুখ ভোটারদের কাছে এমনই বার্তা পৌঁছে দিতেই তৃণমূল কংগ্রেসের এই দেওয়াল লিখন মত রাজনৈতিক মহলের। মহেশপুরে তৃণমূলের এহেন দেওয়াল লিখন নজর কেড়েছে চন্দ্রকোনা জুড়েই।  ভগবন্তপুর ২ নম্বর অঞ্চলের উপপ্রধান ও মহেশপুরের তৃণমূল নেতা মনাজুর মোল্লার দাবি, আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমুল প্রার্থী মিতালী বাগের জয় নিয়ে আশাবাদী তারা। খালি আরামবাগ নই, রাজ্যের ৪২ টি আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করবে এবং ৪২ এ ৪২ হবে দাবি তৃণমূলের উপপ্রধানের। যদিও তৃণমূলের ছড়া সহাকারে কার্টুন-ব্যাঙ্গচিত্রে ভরা দেওয়াল লিখনকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির চন্দ্রকোনা-১ মন্ডলের সভাপতি সুকান্ত দোলইয়ের বক্তব্য, দেওয়াল লিখনে এসব অপপ্রচার করে আর লাভ হবেনা,৪০০ র উপর সিট নিয়ে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। তৃণমূল দলটাই ব্যাঙ্গচিত্রে পরিণত হয়েছে,এই দলটাই এখন কার্টুন তাই এরা এসব করে কেন্দ্র সরকার ও বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করছে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
NEET Scam | NEET কেলেঙ্কারি উঠল আরও এক জনের নাম , কে তিনি? চমকে দেওয়া তথ্য
03:36:51
Video thumbnail
Sealdah | Rail | শিয়ালদহের আরও ৩ প্ল্যাটফর্মে শুরু ১২ কামরার লোকাল, কত যাত্রী উঠতে পারবেন ?
03:54:06
Video thumbnail
চলছে জগন্নাথের স্নান যাত্রা , কালীঘাটেও মহাস্নান মা কালীর, দেখুন ভিডিও
03:05:11
Video thumbnail
Modi - Hasina | আজ মোদি-হাসিনা বৈঠক, কোন কোন বিষয়ে চুক্তি? দেখুন পুরো ভিডিও
03:41:40
Video thumbnail
Tejashwi Yadav | প্রশ্ন ফাঁস নিয়ে রাজনীতি করছে NDA অভিযোগ তেজস্বীর
03:22:11
Video thumbnail
Kapil Sibal | সোরেন-কেজরিওয়াল যেন টম-ডিক অথবা হ্যারি! গর্জে উঠলেন সিব্বল
03:37:00
Video thumbnail
Puri | জমজমাট পুরী দেশজুড়ে পালিত হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা
03:08:00
Video thumbnail
Madhuparna Thakur | উপনির্বাচনে সৌজন্য তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর , কী করলেন ?
10:19:46
Video thumbnail
NEET | NET | নিট-নেট কেলেঙ্কারি নতুন আইন নিয়ে কংগ্রেসের প্রতিক্রিয়া কি?
08:57:46
Video thumbnail
Weather Update | অপেক্ষার অবসান ! বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে , প্রবল বৃষ্টি কবে কবে?
07:04:31