Placeholder canvas

Placeholder canvas
HomeScrollজেএমএম ছেড়ে বিজেপিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বউদি

জেএমএম ছেড়ে বিজেপিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বউদি

লোকসভা ভোটের মুখে সঙ্কটে জেএমএম, বিদ্রোহী বিধায়কদের দিকে নজর

Follow Us :

কলকাতা:  ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ছাড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের (Hemant Soren) বউদি সীতা সরেন (Sita Soren)। মঙ্গলবার সকালে তিনি দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেন। পরে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন জেএমএমের প্রতিষ্ঠাতা প্রবীণ শিবু সরেনের পুত্রবধূ। লোকসভা ভোটের (Lok Sabha Election) আগে এর ফলে কিছুটা হলেও সঙ্কটে পড়ল জেএমএম (JMM)। সূত্রের খবর, দুমকা লোকসভা কেন্দ্র থেকে সীতাকে প্রার্থী করতে পারে বিজেপি।

শিবু সরেনের বড় ছেলে দুর্গার স্ত্রী সীতা। ২০০৯ সালে দুর্গার মৃত্যুর পর তিনিই জেএমএমের সব কাজকর্ম দেখতেন। তখন থেকেই সক্রিয় রাজনীতিতে নামেন সীতা। তারপর থেকে বহুবার দেওরের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন বউদি। তাঁকে মন্ত্রিসভায় না নেওয়াকে কেন্দ্র করেই দেওর-বউদির গোলমাল শুরু হয়। পরবর্তীকালে তা তুঙ্গে ওঠে।

আরও পড়ুন: বাবা রামদেবকে সশরীরে হাজিরার সুপ্রিম নির্দেশ

গত জানুয়ারি মাসে ইডি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্তকে গ্রেফতার করতে উদ্যোগী হয়। সেই সময় হেমন্ত তাঁর স্ত্রী কল্পনাকে মুখ্যমন্ত্রী করার ছক কষেন। কিন্তু তা নিয়ে দলের অন্দরে বিতর্ক শুরু হয়। কল্পনাকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্তে তীব্র আপত্তি করেন। তাঁর নেতৃত্বে জেএমএমের চার বিধায়ক বিদ্রোহ ঘোষণা করায় পিছু হঠেন হেমন্ত। শেষ পর্যন্ত ইডির হাতে গ্রেফতার হন মুখ্যমন্ত্রী হেমন্ত। পরবর্তী মুখ্যমন্ত্রী করা হয় চম্পাই সরেনকে। তাঁর মন্ত্রিসভাতেও ঠাঁই হয়নি সীতার। তিনি দলের কাজকর্মেও ঢিল দেন। দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। অবশেষে এদিন সীতা দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। তাঁর সঙ্গে যাঁরা বিদ্রোহ করেন, তাঁরা এখন কী করেন, তার দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular