Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরBirbhum | Incident| সাঁইথিয়া-মল্লারপুর থেকে উদ্ধার প্রচুর বোমা

Birbhum | Incident| সাঁইথিয়া-মল্লারপুর থেকে উদ্ধার প্রচুর বোমা

Follow Us :

বীরভূম: ফের বীরভূম (Birbhum) থেকে উদ্ধার প্রচুর বোমা (Bomb)। রবিবার জেলার দুপ্রান্ত থেকে প্রায় দু’শোটি বোমা উদ্ধার হয়। মল্লারপুর থানার জোমুনি গ্রামের একটি বাড়িতে বোমা গুলি রাখা ছিল। মল্লারপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে যায় বোম্ব স্কোয়াডও। পুলিশের ধারণা ওই বাড়িতে একশোরও বেশি বোমা মজুদ রাখা রয়েছে। এর মধ্যে ৭০টি বোমা নিষ্ক্রিয় করা গিয়েছে।

বেশ কিছুদিন ধরেই শিরোনামে রাজ্যের বোমা বিস্ফোরণ, বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটনায় আতঙ্কে রাজ্যবাসাী। কাঁকড়তলা, দুবরাজপুর, খয়রাশোলের পর এবার সাঁইথিয়া ও মল্লারপুর। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে বীরভূম কী বোমা-বারুদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে? তাজা বোমা উদ্ধার যেন থামার নাম নেই রাজ্য জুড়ে। প্রায় প্রত্যেকদিন রাজ্যের ২-৩টি জেলা থেকে মিলছে তাজা বোমা। এর মধ্যে শীর্ষ তালিকায় থাকছে বীরভূম ও মুর্শিদাবাদ।

এবার বীরভূমের মাড়গ্রাম থানার লতিপাড়ায় গ্রাম থেকে আনুমানিক ১০০বোমা উদ্ধার করল মাড়গ্রাম থানার পুলিশ। ঘটনাটি রবিবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই নজরে মাড়গ্রাম থানায় খবর দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায় যে, চারটি প্লাস্টিকের জার ও তিনটি ব্যাগের মধ্যে রয়েছে এই বোমা গুলি। খবর পেয়েই ঘটনাস্থলকে ঘিরে ফেলা হয় পুলিশের পাহারায়। পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা উদ্ধার নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তায় জেলা প্রশাসন। প্রশ্ন উঠছে, কোথা থেকে আসছে এত বোমা বারুদ?

মল্লারপুরের জোমুনি গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতেও প্রচুর বোমা উদ্ধার হয়। স্থানীয়রা জানায়, মন্টু শেখের বাড়িতে শতাধিক বোমা মজুত করা রয়েছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। তবে তারা ১৫টি বোমা উদ্ধার করেছে। বাকিগুলির খোঁজে তল্লাশি চলছে। জানা গিয়েছে, মন্টু শেখ নামে জনৈক ব্যক্তি বাড়িটি কিনেছিলেন, কিন্তু তিনি মহারাষ্ট্রে থাকেন। কে বা কারা কী উদ্দেশে বোমা মজুত করেছিল তা এখনও অজানা। 
বীরভূমের দুবরাজপুরে এক তৃণমূল নেতার নির্মীয়মান বাড়িতেও বিস্ফোরণ হয়েছে। পদুমা পঞ্চায়েতের ঘোড়া পাড়া গ্রামের তৃণমূল নেতা সেখ সফিকের বাড়িতে বোমা বিস্ফোরণের ফলে বাড়ির সিঁড়ি ঘর উড়ে যায়।

এদিকে বীরভূম জেলা জুড়ে বিগত কয়েকদিন ধরে একের পর এক তাজা বোমা উদ্ধার হওয়ায় রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে তুলোধনা করতে ছাড়েনি বিরোধীরা। শনিবারও বোমার প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে বলতে শোানা গিয়েছিল, পশ্চিমবঙ্গ বোমা তৈরির হাবে পরিণত হয়েছে। রাজ্যের ব্লকে ব্লকে বোমা, বেআইনি বাজির কারখানা গজিয়ে উঠেছে। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলার ৪২ | মেদিনীপুরে কোন দল এগিয়ে?
06:38
Video thumbnail
আজকে (Aajke) | দেশের আইন কানুনের উপর এতটুকুও আস্থা নেই স্বরাষ্ট্রমন্ত্রী বা বিজেপি নেতাদের
09:14
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar | এই নির্বাচনের সময়েই দাবি তুলুন, আমাদের মৌলিক অধিকার ফেরত পেতে চাই
12:29
Video thumbnail
Politics | পলিটিক্স (01 May, 2024)
23:25
Video thumbnail
Beyond Politics | রোবট ঘুরছে আরডিএক্স বেরোচ্ছে!
11:47
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | অপসারণে অভিমানী কুণাল, আমাকে 'অগ্নিপরীক্ষা' দিতে হবে?
43:49
Video thumbnail
Stadium Bulletin | সব মিথ্যা!! ঋদ্ধিকে ওপেন চ্যালেঞ্জ বোরিয়ার
55:39
Video thumbnail
নারদ নারদ | সিবিআই-এর কাছে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের
20:48
Video thumbnail
Sera 10 | আমি তৃণমূলে ছিলাম, আছি, তৃণমূলেই থাকার চেষ্টা করব: কুণাল
15:56
Video thumbnail
Jelar Saradin | দেখে নিন জেলার সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি...
10:41