Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাMamata Banerjee: বাংলায় সিএএ করতে দেব না, ফের হুঙ্কার মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee: বাংলায় সিএএ করতে দেব না, ফের হুঙ্কার মুখ্যমন্ত্রীর

Follow Us :

কৃষ্ণনগর: মঙ্গলবার কৃষ্ণনগরের জনসভা থেকে সিএএ প্রসঙ্গে বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় সিএএ চালু করা নিয়ে ইতিমধ্যে সুর চড়াতে শুরু করেছে রাজ্য বিজেপি। সোমবারই ঠাকুরনগর ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুন সিং মেঘাওয়াল। তিনিও মতুয়াদের নাগরিকত্ব নিয়ে আশ্বস্ত করেন। তার একদিন পরেই বুধবার মতুয়া অধ্যুষিত কৃষ্ণনগরে দলীয় সভায় নাগরিকত্ব ইস্যুতে সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন মমতা বলেন, রাজ্যে সিএএ করতে দেব না। ভোট এলে সিএএ-এর কথা মনে পড়ে বিজেপির। সামনে পঞ্চায়েত ভোট। এখন বিজেপি ক্যা ক্যা শুরু করেছে। ২০১৯ সালেও লোকসভা ভোটের সময় মতুয়াদের ভুল বুঝিয়ে ভোট আদায় করেছিল বিজেপি। তিনি বলেন, যাঁরা ভোট দেন, তাঁরা সকলেই নাগরিক। আবার নতুন করে নাগরিকত্ব দেওয়ার মানে কী? আমরা তো সবাই নাগরিক। ভোট এলেই মতুয়াদের নিয়ে রাজনীতি করে বিজেপি। মতুয়ারা বাংলার নাগরিক। আপনাদের নাগরিকত্ব কাউকে কেড়ে নিতে দেব না। সব উদ্বাস্তু নিঃশর্তে জমি পাবেন। কাউকে উচ্ছেদ হতে দেব না। মতুয়া, রাজবংশী, উদ্বাস্তু, আদিবাসী, সংখ্যালঘুরা এখানকার নাগরিক। আপনারা যদি নাগরিক না হন, তাহলে আমিও নাগরিক নই। তাঁর দাবি, মতুয়াদের জন্য বিজেপি কিছু করেনি। শুধু মিথ্যা প্রতিশ্রুতু দিয়েছেন। তিনি বলেন, বড় মা বেঁচে থাকতে কেউ তাঁকে দেখেনি। আমি বারবার গিয়েছি ঠাকুরনগরে। মতুয়াদের জন্য যা করার আমরা করেছি।

আরও পড়ুন:Grame Cholo: ‘গ্রামে চলো’ কর্মসূচিতে বিজেপি নেতা-কর্মীদের ঝাঁটা পেটা করার নিদান তৃণমূল নেত্রীর

এদিন মুখ্যমন্ত্রী বিজেপিকে নিশানা করে বলেন, বিজেপি কোনও কাজ না করেই নদিয়াতে বিধানসভা ও লোকসভার আসন পেয়েছে। নদিয়া জেলার বিজেপি বিধায়ক ও সাংসদদের কোনও কাজে পাওয়া যায় না। জনতাকে তাঁর প্রশ্ন, এখানে বিজেপির বিধায়ক-সাংসদরা কী কাজ করেছেন? কেন তাঁদের ভোট দিলেন?

RELATED ARTICLES

Most Popular