Homeপ্রযুক্তিInstagram: চিন্তা দূর, ইনস্টাগ্রামে এবার থেকে শিডিউল করতে পারবেন পোস্ট

Instagram: চিন্তা দূর, ইনস্টাগ্রামে এবার থেকে শিডিউল করতে পারবেন পোস্ট

Follow Us :

মেটা পরিচালিত ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একাধিক নতুন ফিচার্স (New Features) । তার মধ্যে অন্যতম হল কন্টেন্ট শিডিউলিং টুলস (Content Scheduling Tools)। এছাড়াও রয়েছে আরও একটি দুর্দান্ত ফিচার। রিল পোস্ট করার জন্য এবার থেকে আর্টিস্টদের অ্যাচিভমেন্টের জন্য রিওয়ার্ড দেবে ইনস্টাগ্রাম (Instagram)। সম্প্রতি নতুন ফিচার আপডেট (Feature Update) নিয়ে এসেছে এই ফটো শেয়ারিং সোশ্যাল মিডিয়া।  

ইনস্টাগ্রাম মূলত দুই ধরনের প্রোফাইল খোলা যায়। একটি বাণিজ্যিক উদ্দেশ্যে, অপরটি ব্যক্তিগত। বর্তমানে বাণিজ্যিক অ্যাকাউন্ট খোলার দিকেই মানুষের নজর বেশি। জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি অর্থ উপার্জন। পেশাদারি ক্ষেত্রে ইনস্টা রিল (Insta Reel) এখন বেশ জনপ্রিয়। প্রকাশিত রিপোর্ট থেকে জানা যাচ্ছে, রিল, ফটো ও ক্যারাওজেল পোস্ট (Reels, photos and carousel)-এর ক্ষেত্রে ইউজাররা ৭৫ দিন আগে থেকে যে কোনও পোস্ট শিডিউল করতে পারবেন। ইনস্টাগ্রাম ইউজাররা এই ফিচার অ্যাডভান্সড সেটিংস (Advance Settings)-এ গিয়ে পেয়ে যাবেন। 

আরও পড়ুন: IPL Auction: বড়দিনের দু দিন আগে কোচিতে হবে মিনি নিলাম

বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে অন্যতম ইনস্টাগ্রাম। সেই জনপ্রিয়তাকে প্রাধান্য দিয়েই ইনস্টাগ্রাম বিভিন্ন সময়ে নানান ফিচার্স যোগ করে থাকে। জানা গিয়েছে ইনস্টাগ্রাম ‘অ্যাচিভমেন্টস’ নামক একটি ফিচার নিয়ে কাজ করছে। যখন কোনও ইউজার রিল ক্রিয়েট করার সময় নির্দিষ্ট কিছু অ্যাকশন ফলো করলেই চলে আসবে এই ‘অ্যাচিভমেন্টস (Achievements)’। উদাহরণ হিসেবে, ইউজাররা অন্যান্য ক্রিয়েটারদের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারবেন, কোনও কমিউনিটিতে রিল কিংবা কোনও জনপ্রিয় অডিয়ো ও ভিডিয়ো এফেক্টের মাধ্যমে অবদান রাখতে পারবেন। 

এছাড়া, ইনস্টাগ্রাম ইউজার যখন রিল পোস্ট করার পর কোনও অ্যাচিভমেন্ট অর্জন করবেন, তখন তাঁর কাছে নোটিফিকেশন (Notification) আসবে। বিস্তারিত তথ্যের জন্য ভিউতে ক্লিক অথবা ট্যাপ করতে হবে। ইউজার রিলের মেন্যুতে (Menue) গিয়ে জানতে পারবেন, তিনি কী কী অর্জন করেছেন এবং আর কী কী অর্জন করতে পারেন। 

মেটা (Meta) আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে কাজ করছে ইনস্টা প্ল্যাটফর্মের জন্য। কন্টেন্ট ক্রিয়েটারদের অর্থ উপার্জনে সাহায্য করার জন্য ডিজিটাল লেনদেন সংক্রান্ত একটি ফিচার নিয়েও পাশাপাশি কাজ করে চলেছেন ডেভেলপাররা। সংস্থা তরফে জানানো হয়েছে, ইনস্টাগ্রামের মধ্যে ক্রিয়েটারদের সমর্থন করার জন্য ইউজাররা সরাসরি নন-ফানজিবল টোকেন্স ((NFTs)) কিনতে পারবেন। ইনস্টা তরফে জানানো হয়েছে, আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের স্বল্প সংখ্যক ক্রিয়েটারদের মধ্যে এটি টেস্ট করা হবে, আগামিদিনে অন্যান্য দেশেও উপলব্ধ করা হবে এই ফিচার।

RELATED ARTICLES

Most Popular