Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যবন্যজন্তুদের স্বস্তি দিতে মাঠে নামল বনদফতর
Bankura Heatwave

বন্যজন্তুদের স্বস্তি দিতে মাঠে নামল বনদফতর

তাপপ্রবাহে নাজেহাল পরিস্থিতি জেলাবাসীর

Follow Us :

বাঁকুড়া: তাপে পুড়ছে বাঁকুড়া (Bankura Heatwave), নাজেহাল অবস্থা জেলাবাসীর। বড় সমস্যায় পড়েছে কৃষকরা। তাপ উপেক্ষা করেই ক্ষেতে যেতে হচ্ছে চাষীদের। একটু স্বস্তির বৃষ্টির দিকে চাতকের মত তাকিয়ে আছে জেলাবাসী। তীব্র থেকে তীব্রতর হচ্ছে রোদের দাপট। প্রায় ৪৫ ডিগ্রি ছুঁই ছুঁই তাপের পারদ। গত ২৪ ঘণ্টায় জেলার তাপমাত্রার পারদ পৌছেছে ৪৪.৭ ডিগ্রির ঘরে। আরও বাড়তে পারে তাপের পারদ এমন পূর্বাবাসও রয়েছে।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৪৭)

মানুষ থেকে পশু-পাখী, প্রবল রোদের ঝলসানিতে প্রাণ ওষ্ঠাগত সকলের। বেলা বাড়ার সঙ্গে রাস্তা ঘাট শুনশান। খুব প্রয়োজনে যারা বাড়ির বাইরে বের হচ্ছেন রোদ থেকে বাঁচতে সারা শরীর ঢেকে বেরোচ্ছেন। পথ চলতি মানুষ জিরিয়ে নিচ্ছেন গাছের তলায়। শীতল পানীয় পান করে রোদের থেকে স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে প্রবল গরমে বড় সমস্যায় পড়েছেন চাষীরা। গরমের হাত থেকে ফসল বাঁচাতে মরিয়া চাষীরা। একদিকে পেটের টান অন্যদিকে বিকল্প কাজ নেই তাই কৃষি ক্ষেতে যাদের ভরসা তারা রোদ জল উপেক্ষা করে চরম কষ্টেও মাঠে যাচ্ছে। তাদের কথায় গরম তাদের কাছে নিমিত্ত মাত্র।

আরও পড়ুন: গরমে ট্রাফিক পুলিশকে দেওয়া হল ও‌আর‌এস, ছাতা

গরমের দাপট থেকে জীবজন্তু পাখী ও গৃহপালিত পশুদের বাঁচাতে স্নান করিয়ে গরম ও তাপ থেকে স্বস্তি দিচ্ছেন অনেকেই। প্রবল গরমের দাপট থেকে জয়পুর বনাঞ্চলে জঙ্গলের (Joypur Forest) হরিণকে সুস্থ রাখতে আসরে নেমেছে বনদফতর। হরিণ বিচরন ক্ষেত্রে জল নুন ছোলার ব্যবস্থা করেছে বনদফতর।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular