Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যএই সপ্তাহেই তৃণমূল বেসামাল হয়ে পড়বে, হুঙ্কার শুভেন্দুর
Suvendu Adhikar

এই সপ্তাহেই তৃণমূল বেসামাল হয়ে পড়বে, হুঙ্কার শুভেন্দুর

বিরাট বোমা ফাটবে, কূলকিনারা পাবে না শাসকদল, দাবি বিরোধী দলনেতার

Follow Us :

মালদহ: আগামী সপ্তাহের শুরুতে এমন বোমা ফাটবে যে তৃণমূল বেসামাল হয়ে পড়বে, এমনই হুঙ্কার শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতার মুখে। শনিবার মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের (Maldaha Uttar Lok Sabha) বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে রতুয়ার কাহালা এলাকায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikar) জনসভা করেন। সেই সভায় বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃণমূল কূলকিনারা পাবে না, এমন অবস্থা হতে চলেছে। এখন এর বেশি কিছু বলছি না। অপেক্ষা করুন, দেখতে পাবেন, সামনের সপ্তাহে বিরাট বোমা ফাটবে। কিন্তু কী প্রসঙ্গে তিনি এই কথা বললেন সেটা পরিষ্কার নয়। 

এর আগে একাধিকবার সময় বেঁধে দিয়ে হুঙ্কার দিতে শোনা গিয়েছে বিরোধী দলনেতাকে। গত বছর তিনি সময় বেঁধে দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন হুমকি দিয়েছেন। কিন্তু কোনও হুমকিই কাজে লাগেনি। সাত মণ তেল পোড়েনি, রাধাও নাচেনি। তাঁর ওই হুমকি নিয়ে শাসকদল তীব্র ব্যঙ্গ করেছেন। নেট দুনিয়ায় তাঁকে নানাভাবে ট্রোলের শিকার হতে হয়েছে। 

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৪৭)

আগামী সপ্তাহের প্রথম দিনেই সোমবার এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার (SSC Recruitment Corruption Case) রায়দান হবে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ওই রায় দেবে। শিক্ষা এবং রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে ওই রায়ের দিকে। এই মামলা একসময় ছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। যিনি এখন গেরুয়া শিবিরের সৈনিক। তবে কি এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার রায়দান থেকেই উঠে আসতে চলেছে বড় কোনও তথ্য। সেই বিষয়েই কি হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা, প্রশ্ন উঠেছে। 

আরও পড়ুন:  ৩ লক্ষ ভোটে জেতান, জুনে বিজয় মিছিল করব, রায়গঞ্জে মন্তব্য অভিষেকের

এদিকে এদিনই শুভেন্দুর  সভা থেকে ফেরার পথে বিজেপি নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বাস লাঠি দিয়ে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ তুলেছেন বিজেপি নেতা কর্মীরা। জখম হয়েছেন সাত থেকে আট জন বিজেপি কর্মী সমর্থক। কোনওক্রমে পালিয়ে প্রাণে বেঁচেছেন বলে জানাচ্ছেন তাঁরা। প্রায় ১০টি গাড়ির বিজেপি নেতাকর্মীদের উপর এমন হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। শাসকদল অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে।

দেখুন ভিডিয়ো

RELATED ARTICLES

Most Popular