Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাSourav Ganguly: মানুষের জন্য কাজ করতে চাই... সৌরভের টুইট, জল্পনা মেটালেন শাহ

Sourav Ganguly: মানুষের জন্য কাজ করতে চাই… সৌরভের টুইট, জল্পনা মেটালেন শাহ

Follow Us :

কলকাতা: বিকেল ৫টা ২০৷ একটা টুইট যা নাড়িয়ে দিল ক্রিকেট দুনিয়াকে৷ তাতে লেখা, ৩০ বছর আমাকে অনেক কিছুই দিয়েছে৷ আমি এব্যাপার দেশের সাধারণ মানুষের জন্য আরও কিছু করতে চাই৷ আপনারা পাশে থাকবেন কিন্তু৷ টুইট কর্তার নাম সৌরভ গঙ্গোপাধ্যায়৷ ভারতীয় ক্রিকেটের বোর্ড সভাপতি৷

মুহূর্তে দাবালনের মতো ছড়িয়ে পড়ল ভারতীয় ক্রিকেটের মহারাজের এই টুইট৷ তাহলে কী ১৯৯২ থেকে যে পথ চলা শুরু তার ইতি হল? ২২ গজকে আগেই বাই বাই জানিয়েছেন৷ এবার কি ক্রিকেটকেও? বিসিসিআই-এর সভাপতির পদ থেকে পদত্যাগ করছেন তিনি? বেশ কিছুদিন ধরেই সৌরভের রাজনৈতিক নেতা হওয়ার জল্পনা চলছিল৷ কখনও বিজেপির কার্যত সর্বময় কর্তা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বেহালায় নিজ গৃহে নৈশ ভোজ৷ কখনও নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে বৈঠক৷ কখনও রাজ্য প্রশাসনের একাধিক মন্ত্রী-সরকার পক্ষের একাধিক নেতার সঙ্গে বৈঠক৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক পদচারণা রাজনীতির বাতাসে নতুন গুঞ্জন তুলছিল৷

বুধবারের বিকেলে এই টুইট সেই জল্পনাকে যেন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল৷ ফিসফিস শুরু হয়ে গিয়েছিল, সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতির পদ ছেড়ে দিলেন৷ এবার কি তাহলে রাজনীতির ২২ গজের সূচনা করতে চলেছেন বেহালার মহারাজ?

আরও পড়ুন: Wriddhiman Saha: সৌরভ গঙ্গোপাধ্যায় এতো নীরব কেন!

জল্পনা বাড়ার মুহূর্তেই অবসান ঘটল৷ বিসিসিআই সচিব জয় শাহকে উদ্বৃত করে সংবাদসংস্থা এএনআই লিখল, ভারতীয় ক্রিকেটের সভাপতির মসনদ ছাড়েননি সৌরভ৷

তাহলে…

এই টুইট কীসের ইঙ্গিত? জল্পনা রয়েছে৷ প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটা নেহাতই বিজ্ঞাপনী চমক৷ কাদের বিজ্ঞাপন স্পষ্ট নয়৷ গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে কোনও খবর নেই৷ মন্তব্য নেই সৌরভেরও৷ দিনের শেষে একটা জল্পনা কিন্তু থেকে থেকেও থাকল না৷

RELATED ARTICLES

Most Popular