skip to content
Monday, June 17, 2024

skip to content
Homeসেরা খবরHar Ghar Tiranga: বিজেপির তেরঙ্গা প্রীতি নিয়ে প্রশ্ন জওহর সরকারের

Har Ghar Tiranga: বিজেপির তেরঙ্গা প্রীতি নিয়ে প্রশ্ন জওহর সরকারের

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বিজেপির তেরঙ্গা ঝান্ডা প্রীতি নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ জওহর সরকার। তাঁর বক্তব্য, যে আরএসএস দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়নি, তার ভাবাদর্শে গড়ে ওঠা বিজেপির কেন আচমকা দেশপ্রেমী হয়ে উঠল, তা বোঝা যাচ্ছে না। যে আরএসএস অতীতে তেরঙ্গা ঝান্ডা সম্পর্কে আপত্তি করেছিল, তার উত্তরসূরী বিজেপি রাতারাতি তার ভক্ত হয়ে উঠল। 

জওহর সরকার এক সময় প্রসার ভারতীর সিইও ছিলেন। ২০১৮ সালের ২৯ জানুয়ারী তাঁর একটি প্রবন্ধ প্রকাশিত হয় এক পোর্টালে। পরবর্তীকালে তিনি তৃণমূলে যোগ দেন। ওই পোর্টাল কর্তৃপক্ষ গত ৪ অগাস্ট জওহরবাবুর প্রবন্ধটি ফের প্রকাশ করে। তাতেই তিনি বিজেপির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন।

২০১৬ সালে সু্প্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্রের ডিভিশন বেঞ্চ এক রায়ে বলে, এবার থেকে দেশের সব সিনেমা হলে শো শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত প্রচার করা বাধ্যতামূলক। শুধু তাই নয়, জাতীয় সঙ্গীত চলাকালে দর্শকদের উঠে দাঁড়াতে হবে। পরে এই রায় নিয়ে বিচারপতিদের মধ্যে মতভেদও দেখা দেয়। জওহর সরকার সেই প্রসঙ্গও তুলে ধরেছেন। এর আগেও সিনেমা হলে জাতীয় সঙ্গীত প্রচার হত। কিন্তু ১৯৭১ সালের পর সেই নিয়ম উঠে যায়।

আরও পড়ুন: Modi-Mamata: মমতা-মোদি ৪৫ মিনিটের বৈঠক, কী হল, জানুন

তৃণমূল সাংসদ লিখেছেন, ১৯৪৭ সালের অগাস্ট মাসে আরএসএসের মুখপত্র অর্গানাইজার ঘোষণা করে, ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা কখনওই হিন্দুরা মেনে নিতে পারে না। হিন্দুরা তার প্রতি যথাযথ সম্মানও জানাতে পারে না। কারণ এই তিন শব্দটিই অশুভ। এবং তিন রঙে শোভিত জাতীয় পতাকা একটি বাজে মানসিকতার জন্ম দেয়। তা দেশের পক্ষে খুব ক্ষতিকর। এই প্রসঙ্গেই তিনি প্রয়াত সরসঙ্ঘ চালক এম এস গোলওয়ালকরের লেখা বাঞ্চ অফ থটস বইয়ের কথাও উল্লেখ করেছেন। তাতে গোলওয়ালকর লিখেছিলেন, আমাদের নেতারা একটি নতুন পতাকা তৈরি করেছেন। কেন তাঁরা এটা করতে গেলেন। আমাদের দেশের একটা প্রাচীন ঐতিহ্য রয়েছে। এই হাজার হাজার বছরের ঐতিহ্যের কোনও প্রতীক কি ছিল না।

আরও পড়ুন: ‘আজাদি কা অমৃত মহোৎসব’ জেলে কাটাবেন পার্থ, ১৪ দিনের হেফাজত অর্পিতারও

জওহরের মতে, আরএসএস বরাবর গেরুয়া ধ্বজার পক্ষে। তিনি বলেন, আজ কেন আচমকা আএসএস মতাদর্শে বিশ্বাসী বিজেপির দেশপ্রেম জেগে উঠল। উল্লেখ্য, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উতসব পালন হচ্ছে দেশ জুড়ে। তার নাম দেওয়া হয়েছে অমৃত মহোতসব। সেই উপলক্ষ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের ডাক দিয়েছে বিজেপি সরকার।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Train Accident | লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা , দেখুন ভয়ঙ্কর রেল দুর্ঘটনা
00:00
Video thumbnail
Train Accident | সিগন্যাল বিভ্রাট নাকি যান্ত্রিক সমস্যা ? রেল দুর্ঘটনার কারণ কী ?
00:00
Video thumbnail
Weather Update | আজ থেকেই বৃষ্টি, কখন থেকে শুরু? কতটা বৃষ্টি? দেখুন
00:00
Video thumbnail
Kanchanjunga Express | কী করে একই লাইনে ২টি ট্রেন? কার গাফিলতি? দেখুন এই চাঞ্চল্যকর ভিডিও
00:00
Video thumbnail
Kanchanjunga Express Accident | দার্জিলিঙে বৃষ্টি চলছে, ব্যাহত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের উদ্ধারকাজ!
00:00
Video thumbnail
Kanchanjungha Express accident LIVE updates | রেল দুর্ঘটনায় কতজন মৃত? রেল কী ব্যবস্থা করল?
00:00
Video thumbnail
Kanchanjungha Express accident LIVE updates | কাঞ্চনজঙ্ঘা লাইনচ্যুত, হেল্প ডেস্ক নম্বর জেনে নিন
00:00
Video thumbnail
Kanchanjunga Express Accident | ফের রেল দুর্ঘটনা, আহতের সংখ্যা কত? রেল কী ব্যবস্থা নিচ্ছে?
00:00
Video thumbnail
Kanchenjunga Express | কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায়, মৃত ৮, দাবি রেলের
02:57
Video thumbnail
আরো বারো | শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইনচ্যুত আহত অনেক যাত্রী, দেখুন কী হয়েছিল?
53:16